ভারতীয়দের আর চাকরি নয়, গুগল-মাইক্রোসফটের মতো প্রযুক্তি সংস্থাকে কড়া বার্তা ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আর ভারত থেকে কর্মী নেওয়া চলবে না। এবার থেকে আমেরিকানদেরই চাকরি দিতে হবে বলে গুগল, মাইক্রোসফট ইত্যাদি বড় প্রযুক্তি সংস্থাগুলিকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন : কীভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা ? দেখে নিন

ওয়াশিংটনে কৃত্রিম মেধা বিষয়ক এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প বলেন, আমেরিকান কোম্পানিগুলি যেন বিদেশে কারখানা বানানো বা ভারতীয় প্রযুক্তি কর্মীদের চাকরি দেওয়ার বদলে দেশে নতুন কর্মসংস্থান বাড়ায়।

ট্রাম্পের অভিযোগ, বড় টেক কোম্পানিগুলি ‘গ্লোবালিস্ট’ মানসিকতা নিয়ে চলেছে। তারা আমেরিকার স্বাধীনতা থেকে লাভ তুলেছে, অথচ কারখানা বানানোর সময় বেছে নিয়েছে চিনকে। কর্মী নিয়োগ করেছে ভারত থেকে, আর মুনাফা লুকিয়ে রেখেছে আয়ারল্যান্ডে। তাঁর কথায়, ‘আমার আমলে এসব আর চলবে না।’

এআই খাতে আমেরিকাকে বিশ্বের সেরা করতে ইতিমধ্যে তিনটি নতুন এগজিকিউটিভ অর্ডার সই করেছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে—দেশের মধ্যেই কৃত্রিম মেধা (এআই) সংক্রান্ত ডেটা সেন্টার দ্রুত গড়ে তোলা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি-মুক্ত এআই তৈরি এবং আমেরিকায় তৈরি এআই সরঞ্জামগুলিকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে দেওয়া।

ট্রাম্প চাঁচাছোলা ভাষায় বলেছেন, ‘উইনিং দ্য রেস’ নামের এই এআই নীতি আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলিকে সম্পূর্ণভাবে দেশের জন্য কাজ করতে বাধ্য করবে। তাঁর কথায়, ‘আমরা চাই, তোমরা আমেরিকাকেই আগে রাখো। এটাই আমাদের একমাত্র চাওয়া।’

এআই টুলে রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে তা বন্ধের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। ‘ওয়োক’ নীতির বিরুদ্ধে সরব হয়ে ট্রাম্প বলেন, ‘আমরা ওয়োক সরিয়ে দিচ্ছি। এআই মডেল নিরপেক্ষ ও নির্ভুল হতে হবে। দেখতে হবে, এটা যেন কোনওভাবেই কোনও মতাদর্শের দ্বারা প্রভাবিত বা পরিচালিত না হয়।’

ট্রাম্প এ-ও জানিয়েছেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দ তাঁর নাপসন্দ। তাঁর মতে, ‘এটা আর্টিফিশিয়াল তো নয়ই, বরং এটা জিনিয়াস।’

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প ফের ক্ষমতায় আসার পর মার্কিন মুলুকে ভারতীয় আইটি কর্মী ও আউটসোর্সিং সংস্থাগুলির কাজের সুযোগ অনেকটাই কমে যেতে বসেছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন