ভারতীয় হিসাবে তিনিই প্রথম গাড়ি কেনেন, কত সালে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতে তাঁর নাম জানেন না এমন মানুষের সংখ্যা নগণ্য। তিনি এতটাই পরিচিত এক ব্যক্তিত্ব। তাঁর সাফল্যের তালিকা সুদীর্ঘ। কোনও ভারতীয় হিসাবে তাঁর দান ভারতবাসীর ভোলার নয়।

দেশের এই বরেণ্য মানুষটির দীর্ঘ সাফল্যের তালিকায় একটি অবশ্যই তাঁর গাড়ি। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত গাড়ি কিনেছিলেন। ভারতীয় হিসাবে প্রথম গাড়ির মালিক ছিলেন তিনি।

তৎকালীন বম্বের বাসিন্দা এই মানুষটি ভারতের কিংবদন্তি শিল্পপতি। নাম জামশেদজি টাটা। ভারতে অবশ্য তার আগেই গাড়ি প্রবেশ করেছিল। সেটি এক ব্রিটিশ ব্যক্তি কিনেছিলেন।

আরও পড়ুন:- সন্তানের ব্রেন হবে আইনস্টাইনের মতো, সকালে এই ৬ কাজ করান

ফস্টার নামে ওই ব্যক্তিই প্রথম কোনও ব্যক্তিগত গাড়ি ভারতের মাটিতে নিয়ে আসেন। তারপরই যে মানুষটি গাড়ি কেনার সাহস সে সময় দেখিয়েছিলেন তিনি জামশেদজি টাটা।

সময়টা ছিল ১৮৯৮ সাল। কোনও ভারতীয় তখন ভাবতেও পারতেন না তাঁর একটি ব্যক্তিগত গাড়ি থাকবে। ব্যক্তিগত গাড়ি ভাবনাটাই তখন অনেক ধনীর কাছেও অলীক কল্পনা। পৃথিবী জুড়েই ব্যক্তিগত গাড়ি তখন হাতেগোনা।

সেই সময় জামশেদজি টাটা কিনে ফেলেন একটি গাড়ি। বম্বে, অধুনা মুম্বই শহরের রাস্তায় তিনি তাঁর নিজের গাড়িতে যাত্রাও করতেন। আজ থেকে ১২৭ বছর আগে এক ভারতীয় ব্রিটিশদেরও কার্যত টেক্কা দিয়ে নিজের একটি গাড়ি নিয়ে রাস্তায় ঘুরতেন।

এটাও এক দুঃসাহস দেখানো। ভারতীয় হিসাবে অবশ্যই গর্বের ইতিহাস। পরবর্তীকালে ভারতীয় গাড়ির ব্যবসায় তাঁর সংস্থা টাটা ভারতকে একাধিক গাড়ি উপহার দিয়েছে।

আরও পড়ুন:- পিঠ- কোমরের ব্যথায় ভুগছেন? প্রতিকারের ৫ ঘরোয়া উপায় জেনে রাখুন

আরও পড়ুন:- ক্যানসার, ডায়াবেটিস সহ জীবনদায়ী ওষুধের দাম বাড়তে চলেছে, বিস্তারিত জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন