Bangla News Dunia, Pallab : পাকিস্তানে ভারতের হামলা (India-Pakistan) নিয়ে নিশ্চিত পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। ইসলামাবাদে নিজের দপ্তরে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘পাকিস্তানে ভারতের সামরিক আক্রমণ আসন্ন, তার প্রতিক্রিয়ায় আমরাও বাহিনীকে আরও শক্তিশালী করেছি।’ পাকিস্তানের এক টিভি চ্যানেল আসিফকে উদ্ধৃত করে জানিয়েছে, ২ থেকে ৪ দিনের মধ্যেই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসতে চলেছে।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
গত সপ্তাহে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে মনোরম বৈসরন উপত্যকায় পাকিস্তান-মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফোর্সের (TRF) জঙ্গিরা নিরপরাধ পর্যটকদের উপর গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। এই টিআরএফ নিষিদ্ধ পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (LET) র একটি ছায়া সংগঠন। এরপরই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। হামলার পর ভারত দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে পাকিস্তানি হিসেবে চিহ্নিত করেছে। যদিও ইসলামাবাদ এর পেছনে তাদের ভূমিকা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। ভারত সিন্ধু জলচুক্তি বাতিল সহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ করে পাকিস্তানের বিরুদ্ধে।
পালটা পদক্ষেপ করে পাকিস্তানও। তবে শুধু কূটনৈতিক পদক্ষেপেই থেমে থাকেনি নয়াদিল্লি, পাশাপাশি সমানতালে চলেছে সামরিক তৎপরতাও। খাজা মুহাম্মদ আসিফ বলেন, ‘ভারতের সঙ্গে বাকযুদ্ধ তীব্র হচ্ছে এবং পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আক্রমণের সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে।’ আসিফ জানান, পাক সেনাবাহিনীকে চরম সতর্ক করা হয়েছে। তবে পরমাণু অস্ত্রের ব্যবহার প্রসঙ্গে তিনি জানান, তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলেই কেবল তারা তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করবেন।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য