ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ! মোদির সঙ্গে করবেন বৈঠক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আগামী সপ্তাহে ভারত সফরে (India Visit) আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট (US Vice President) জেডি ভান্স (JD Vance)। এদেশে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে বৈঠকেও বসবেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা ভান্স এবং সন্তানদের সঙ্গে নিয়েই তিনি ভারতে আসবেন বলে খবর। আগ্রা, জয়পুরেও ঘুরতে যাওয়ার কথা রয়েছে তাঁদের।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ১৮-২৪ এপ্রিল ইটালি এবং ভারত সফর করবেন জেডি ভান্স। সেক্ষেত্রে ইটালি ঘুরে ভারতে আসার সম্ভাবনা রয়েছে তাঁর। ভান্স কবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, সেই দিনক্ষণ এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, আগামী ২১ এপ্রিল মোদির সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ভান্সের প্রথম ভারত সফর। মোদির সঙ্গে বৈঠকে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক, ট্রাম্পের নয়া শুল্কনীতি সহ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। ওই সময় একটি যৌথ বিবৃতিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছিল। অনুমান করা হচ্ছে, ভান্সের ভারত সফরে মোদির সঙ্গে বৈঠকে সেগুলি আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে, সম্প্রতি ভারত, কানাডা, চিন সহ একাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের উপর ২৬ শতাংশ কর চাপানো হয়েছে। যদিও চিন বাদে বাকি দেশগুলির জন্য পারস্পরিক শুল্কের উপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর চিনের উপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ২৪৫ শতাংশ করে দেওয়া হয়েছে। এবার সেই আবহেই ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন