ভারতে দেখানো হবে লা লিগা, কোথায় সম্প্রচারিত হবে EPL? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- EPL-এ প্রথম দিনে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বোর্নমাউথ। তাদের হারিয়ে ট্রফি ধরে রাখার লড়াই শুরু করবে আর্নে স্লটের দল। অন্যদিকে একই দিনে শুরু হচ্ছে লা লিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। তবে ১৫ তারিখ অবশ্য স্পেন ও ফ্রান্সের দুই লিগের ম্যাচ ছিল না। অন্যদিকে বিশ্বের অন্য দুই বড় লিগ সিরি আ ও বুন্দেশলিগা শুরু হবে পরের সপ্তাহে। দেখে নিন ইউরোপের এই তিন সেরা ফুটবল লিগ কোথায় দেখবেন।

গত মরশুমে লা লিগা ভারতে দেখা যায়নি। সম্প্রচারের সমস্যার জন্য সেটা সম্ভব হয়নি। ফলে রিপিট টেলিকাস্ট বা VPN ব্যবহার করে দর্শকদের দেখতে হয়েছে। এ বার অবশ্য তাদের সেই সমস্যা হবে না। কারণ এ বার লা লিগা সহ প্রতিটা লিগ ভারতে দেখানো হবে।

দেখে নিন প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ ওয়ান ভারতে কোথায় দেখবেন?

ইংলিশ প্রিমিয়ার লিগ

গতবারের মতো এ বারও EPL দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। টিভিতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখানো হবে। অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে।

লা লিগা

ভারতে এ বার সম্প্রচার করা হলেও লা লিগে টিভিতে দেখানো হবে না। এটা অনলাইনে অ্যাপ ও ওয়েবসাইটে দেখানো হবে। ফ্যানকোডে দেখা যাবে। এটার জন্য টাকা দিয়ে সাবক্রিপশন কিনতে হবে। লা লিগা পাস মিলবে ৪৯৯ টাকায়।

লিগ ওয়ান

লিগ ওয়ান এ বার অবশ্য ভারতে দেখানো হবে না। কোনও সম্প্রচারকারী সংস্থা লিগ ওয়ানের স্বত্ত্ব কেনেনি। ফলে সমর্থকদের হতাশ হতে হয়েছে। নকআউটে পর্বে কোনও সংস্থা সম্প্রচার করতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- ‘নতুন ভারত’ গড়ার দিশা, ৭৯তম স্বাধীনতা দিবসে PM মোদীর ১০ বড় ঘোষণা দেখুন

আরও পড়ুন:- দেদার AC, ফ্রিজ, কুলার চালানোর পরও আসবে কম বিল, জেনে নিন উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন