ভারতে লঞ্চ হল নতুন Vivo V60 5G স্মার্টফোন ! জানুন সম্পূর্ণ ফিচার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের বাজারে দারুন চাহিদা ভিভো কোম্পানির স্মার্টফোনের। আর সেই চাহিদাকে মাথায় রেখেই ভিভো লঞ্চ করল নতুন Vivo V60 5G স্মার্টফোন। একজন ব্যবহারকারীর প্রয়োজনমতো প্রায় সমস্ত ফিচার সাজিয়ে দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোন যদি আপনি কিনতে চান, তাহলে ফোনটির সম্পূর্ণ ফিচারস ও দাম সম্পর্কে ধারণা করে নিন।

আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO

Vivo V60 5G স্মার্টফোনটির বৈশিষ্ট্য

সম্প্রতি ভিভো কোম্পানি ভারতে V series এর আওতায় লঞ্চ করেছে নতুন Vivo V60 5G. সব রকম দিক থেকেই মোবাইলের ব্যবহারকারীকে ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য স্মার্টফোনটির ক্যামেরা, স্টোরেজ, ডিসপ্লে ও অন্যান্য ফিচারগুলি বুঝেসুুঝে রাখা হয়েছে। ফোনটির দামও একেবারে আকাশছোঁয়া নয়। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। তবে নতুন কোনো ফোন কেনার আগে তার ফিচার সম্পর্কে জেনে রাখা জরুরী। তাই আপনার সুবিধার্থে যাবতীয় তথ্যগুলি উল্লেখ করা হলো।

Vivo V60 5G স্মার্টফোনটির ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে দারুন অভিজ্ঞতা দিতে সিদ্ধহস্ত ফোনটি। Vivo V60 ফোনটির রিয়ারে দেওয়া হয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল ZEISS প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 50 মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরা আর রয়েছে 8 মেগাপিক্সেল ZEISS আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও। এছাড়া, ফোনটির ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল ZEISS সেলফি ক্যামেরা।

Vivo V60 5G স্মার্টফোনটির প্রসেসর

কোন একটি ফোনের প্রসেসরের উপর নির্ভর করে থাকে সেই ফোনের পারফরমেন্স। ভিভোর নতুন মডেল ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। ফোনের পারফরমেন্সকে এটি দ্রুত করতে সাহায্য করবে। ফোনটিকে আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বেশি সময়ের জন্য ব্যবহার করলেও স্মুদ পারফরমেন্স দিতে পারবে।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন