ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে নাক গলাবে না বাংলাদেশ, স্পষ্ট করলেন বিদেশ উপদেষ্টা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে ২৬ জনের। এরমধ্যে ২৫ জনই পর্যটক। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এই হত্যাকাণ্ডের পর থেকে উত্তাল পুরো কাশ্মীর। পাকিস্তানের সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল সহ  বিশ্বের একাধিক শক্তিধর দেশ। ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতায় বাংলাদেশ এগিয়ে আসবে কিনা, তা স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশি উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি মনে করেন না, এই ক্ষেত্রে তাঁদের নাম গলানো উচিত। তিনি বলেন, ‘এই মুহূর্তে মধ্যস্থতায় আমাদের কোনও ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না।’

তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক বিরাজ করছে। আমরা চাই না যে এখানে বড় কোনও সংঘাত সৃষ্টি হোক। তা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব যে তারা আলাপ–আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলুক। আমরা দেখেছি, এরই মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে দু–একটা দেশ। মধ্যস্থতা বা দ্বিপক্ষীয় আলাপ-আলোচনা, যেভাবেই হোক, আমরা চাইব যে উত্তেজনা প্রশমিত হোক, শান্তি বজায় থাকুক।’

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন