ভারত যে কোনও মুহূর্তে এয়ারস্ট্রাইক করতে পারে? ভয়ে পাক সেনা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতীয় প্রতিশোধের আশঙ্কায় ব্যাপক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। সীমান্তে ভারতের সম্ভাব্য বিমান হামলা ঠেকাতে সেনাবাহিনীর রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েনের মতো একাধিক পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ। ইন্ডিয়া টুডে-র একচেটিয়া রিপোর্টে উঠে এসেছে, শিয়ালকোট সেক্টরের অগ্রবর্তী ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে পাকিস্তানের রাডার ব্যবস্থা।

সূত্রের খবর, ফিরোজপুর সেক্টরের কাছে ভারতীয় সামরিক গতিবিধি নজরদারির জন্য ইলেকট্রনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৫৮ কিলোমিটার দূরে চর ক্যান্টনমেন্টে বসানো হয়েছে উন্নত মানের TPS-77 মাল্টি-রোল রাডার। এই প্রযুক্তি বিশ্বব্যাপী বিমান চলাচল এবং সামরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়।

এরই মধ্যে টানা পাঁচদিন ধরে নিয়ন্ত্রণরেখা (LOC) বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। কুপওয়ারা, বারামুল্লা এবং আখনুর সেক্টরে বিনা উসকানিতে গুলি ছুঁড়েছে পাক সেনা, যার জবাবে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় সেনা।

হামলার আশঙ্কায় তীব্র উদ্বেগ
২২শে এপ্রিল জম্মু-কাশ্মীরের বৈসারান এলাকায় পাকিস্তান-সমর্থিত জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) আক্রমণ চালিয়ে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, প্রত্যেক জঙ্গি এবং তাদের মদতদাতাদের শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। এই হুঁশিয়ারির পর পাকিস্তানে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের তরফে আক্রমণাত্মক মহড়া ‘অ্যাটাক’ আয়োজন করা হয়, যেখানে রাফায়েল যুদ্ধবিমান এবং নৌসেনার বিশেষ ইউনিটগুলিও অংশ নেয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই মহড়ার পর থেকেই পাকিস্তানের বিমানবাহিনী (PAF) করাচি থেকে লাহোর ও রাওয়ালপিন্ডির ঘাঁটিগুলিতে ফাইটার জেট স্থানান্তর করছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সোমবার মন্তব্য করেন, “ভারতের হামলা আসন্ন। আমাদের বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। অস্তিত্বের প্রশ্নে আমরা পারমাণবিক অস্ত্রের ব্যবহারে পিছপা হব না।” এই মন্তব্য আরও বাড়িয়েছে দুই দেশের মধ্যে উত্তেজনা।

লঞ্চ প্যাড খালি করার উদ্যোগ
এছাড়া গোয়েন্দা সূত্রের দাবি, পাক সেনা পাক অধিকৃত কাশ্মীরে (PoK) ছড়িয়ে থাকা জঙ্গি লঞ্চপ্যাড খালি করে তাদের সেনা ঘাঁটি এবং বাঙ্কারে স্থানান্তর করছে। ভারতের সম্ভাব্য ‘সার্জিকাল স্ট্রাইক’ বা বড়সড় সামরিক অভিযানের আশঙ্কায় আগেভাগে এই ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান।

আরও পড়ুন:- সাদা vs কালো, কোন রঙের প্লাস্টিক ব্যবহারে ক্ষতি বেশি? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন