ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদ, বৃষ্টি মাথায় মিছিলে শামিল মমতা-অভিষেক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে বুধবার পথে নামল তৃণমূল কংগ্রেস। এদিন দুপুর পৌনে ২টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে তাতে অংশ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, উদয়ন গুহ সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সমর্থকরা। বৃষ্টিতে ভিজেই এদিন মিছিলে হাঁটতে দেখা যায় মমতা, অভিষেক সহ অন্যদের।

আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের

সম্প্রতি ওডিশা, মহারাষ্ট্র, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগ উঠছে। অভিযোগ, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কয়েক দিন আগে এবিষয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাঙালি আবেগে শান দিতে এই ইস্যুতে এদিন পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো।

দুপুর পৌনে ২টায় কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। তা এগিয়ে যাচ্ছে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের দিকে। মিছিল শেষে বক্তব্য রাখবেন দলনেত্রী। এই প্রতিবাদ কর্মসূচির জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এলাকা। মোতায়েন করা হয়েছে ১৫০০ পুলিশ কর্মী। মিছিলে শামিল হয়েছেন হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী এবং সমর্থকরা। মিছিল শেষে দলনেত্রী কী বার্তা দেন, সেদিকে নজর সকলের।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন