Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আঁকাবাঁকা হরফে ‘নরেন্দ্র মোদীজি’–কে পেন্সিলে লেখা একটা চিঠি। সেখানে আবেদন, ‘এখানে ভীষণ যানজট। স্কুল এবং অফিস পৌঁছতে আমাদের দেরি হয়ে যায়। রাস্তা খুব খারাপ। প্লিজ় হেল্প।’
সঙ্গে কিছু ছোট ছোট ছবি, স্থান, তারিখ ও বয়স। চিঠির লেখিকা বছর পাঁচেকের আর্যা। একটি মেট্রো–লাইনের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বেঙ্গালুরু যান। তাই সমস্যা সমাধানের আর্জিতে তাঁকে চিঠি লিখেছিল সে।