‘ভীষণ যানজট… মোদীজি প্লিজ হেল্প করুন!’ কাতর আর্জি শিশুর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আঁকাবাঁকা হরফে ‘নরেন্দ্র মোদীজি’–কে পেন্সিলে লেখা একটা চিঠি। সেখানে আবেদন, ‘এখানে ভীষণ যানজট। স্কুল এবং অফিস পৌঁছতে আমাদের দেরি হয়ে যায়। রাস্তা খুব খারাপ। প্লিজ় হেল্প।’

সঙ্গে কিছু ছোট ছোট ছবি, স্থান, তারিখ ও বয়স। চিঠির লেখিকা বছর পাঁচেকের আর্যা। একটি মেট্রো–লাইনের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বেঙ্গালুরু যান। তাই সমস্যা সমাধানের আর্জিতে তাঁকে চিঠি লিখেছিল সে।

শিশুটির বাবা, বেঙ্গালুরুর বাসিন্দা অভিরূপ চট্টোপাধ্যায় এক্স–এ সেটি শেয়ার করে লেখেন — পিএম বেঙ্গালুরু আসছেন। আমার পাঁচ বছরের মেয়ে এই সুযোগে ট্র্যাফিক সমস্যার সমাধান করে নিতে চায়। চিঠি–সহ সেই পোস্ট এখন ভাইরাল। সাড়ে ৫ লক্ষেরও বেশি ইউজ়ার দেখে ফেলেছেন। বেঙ্গালুরুর ট্র্যাফিক যে মস্ত সমস্যা এবং ছোট্ট মেয়েও তা বুঝেছে দেখে প্রচুর কমেন্ট লেখা হয়েছে।

এ–ই প্রথম নয়। ২০২৩–এ বছর তেরোর এক বালিকাও পরিবেশ–দূষণ রোধে ব্যবস্থার আর্জিতে চিঠি লিখেছিল মোদীকে। মেয়েটি ডাস্ট অ্যালার্জি ও অ্যাস্থমা–র শিকার। চিঠিতে তার বক্তব্য ছিল, গোটা দেশবাসীর তরফে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাল সে।

আরও পড়ুন:- ‘নতুন ভারত’ গড়ার দিশা, ৭৯তম স্বাধীনতা দিবসে PM মোদীর ১০ বড় ঘোষণা দেখুন

আরও পড়ুন:- দেদার AC, ফ্রিজ, কুলার চালানোর পরও আসবে কম বিল, জেনে নিন উপায়

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন