ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন ১ মিনিটে দেখুন! Voter Card Mobile Number Link / Change Online West Bengal – Md 360

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করুন মাত্র কয়েক মিনিটের মধ্যে (Voter Card Mobile Number Link Online 2026)! এখন আর নির্বাচন অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার দরকার নেই।  আপনি ঘরে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করতে পারবেন।

ভোটার কার্ডের সাথে নতুন মোবাইল নম্বর যোগ করা হোক বা আগের যুক্ত নম্বর পরিবর্তন করে নতুন নম্বর যুক্ত – দুটো কাজই খুব সহজে করা যাবে Form 8 পূরণ করে সাবমিট করার মাধ্যমে।  অনলাইনে ফরম সাবমিট করলেই আপনার EPIC কার্ডে মোবাইল নম্বর লিংক হয়ে যাবে।

ভোটার কার্ডে সাথে মোবাইল নম্বর লিংক থাকলে কি কি সুবিধা পাবেন?

১) অনলাইন থেকে যেকোনো সময়, যতবার ইচ্ছে e-Epic Card ডাউনলোড করতে পারবেন।  এই অনলাইন e-Epic Voter Card যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।

২) বর্তমান SIR হেয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক থাকলে – নোটিশ আপনার নামে জারি হয়েছে কিনা তা জানতে পারবেন ওটিপি ভেরিফাই করে।

৩) ভোটার কার্ডে যুক্ত মোবাইল নম্বর দিয়ে সার্চ করে ভোটারের তথ্য বের করতে পারবেন।  যেমন – ভোটার কার্ড নম্বর, নাম, পার্ট নম্বর ইত্যাদি বিষয়।

অনলাইনে ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক করতে কী কী বাধ্যতামূলক?

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অনলাইনে লিংক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত অবশ্যই পূরণ করতে হবে—

১️) আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকা আবশ্যক

অনলাইন ফরম সাবমিট করার সময় শেষ ধাপে আধার অথেনটিকেশন (OTP Verification) করতে হয়। এই কারণে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক না থাকলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না।

২️) আধার কার্ড ও ভোটার কার্ডে নাম এক হতে হবে

আপনার আধার কার্ডে থাকা নাম ও ভোটার কার্ডে থাকা নাম একই না হলে অনলাইন আবেদন করতে পারবেন না।

৩️) এই শর্ত পূরণ না হলe-Epicকরবেন?

যদি উপরোক্ত দুইটি শর্ত পূরণ না থাকে, তাহলে আপনাকে নিজের বুথের বুথ লেভেল অফিসার (BLO)–এর কাছ থেকে অফলাইনে Form 8 সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক কিংবা পুরনো নম্বর পরিবর্তন করে নতুন নম্বর লিংক করবেন। আজকের প্রতিবেদনে সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে।

Voter Card Mobile Number Link Online West Bengal Step By Step – ভোটার কার্ড মোবাইল নম্বর লিংক অনলাইন পদ্ধতি

১) সর্বপ্রথম আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসতে হবে।  এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) যদি আপনার কাছে আগে থেকে ভোটার সার্ভিস পোর্টালের রেজিস্ট্রেশন আইডি থাকে, তাহলে Log In এ ক্লিক করে মোবাইল বসিয়ে OTP ভেরিফাই করে লগইন করুন।  আর নতুন হলে Sign Up এ ক্লিক করে মোবাইল নম্বর, নাম বসিয়ে দিয়ে OTP ভেরিফাই করে রেজিস্ট্রেশন করুন।  এরপর লগইনে ক্লিক করে মোবাইল নম্বর উল্লেখ করে ক্যাপচার কোড উল্লেখ করে লগইন করুন।

৩) এরপর হোম পেজে থাকা Fill Form 8 (Correction) এখানে ক্লিক করুন।  পরবর্তী পেজে যে ভোটারের ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক করতে চাচ্ছেন, তা ভোটার কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করুন।  এখন ভোটার নাম দেখতে পারবেন – এবার OK তে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে বিভিন্ন অপশন দেখতে পারবেন, তবে সেখানে শুধুমাত্র correction of Entries in Existing Electoral Roll এই বক্সে টিক মার্ক করে Ok বাটনে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে ভোটার তথ্য দেখতে পারবেন, কোনো কিছু পরিবর্তন বা আপডেট করবেন না।  শুধুমাত্র Next এ ক্লিক করে করে নিচে Application for Correction of Entries in Existing Electoral Roll এই ধাপে আসুন।

৬) এরপর Mobile Number এর বক্সে টিক মার্ক করুন ও যে মোবাইল নম্বর লিংক করতে চাচ্ছেন সেই নতুন মোবাইল নম্বর মোবাইল নম্বর উল্লেখ করার বক্সে লিখে দিন ও Next এ ক্লিক করুন।

৭) এরপর নিচে Declaration এর বক্সে আপনার জায়গার নাম কিংবা জেলার নাম উল্লেখ করে Next এ ক্লিক করুন।  এখন নিচে ক্যাপচার কোড উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন।  আপনার উল্লেখিত মোবাইল নম্বরে OTP আসবু,তা বসিয়ে দিয়ে Preview & Submit এ ক্লিক করুন।

৮) পরবর্তী পেজে আবেদনের Preview দেখতে পারবেন, এখন নিচে থাকা eSign & Submit বাটনে ক্লিক করুন।

৯) পরবর্তী পেজ আধার অথেনটিকেশন, এখন এখানে ভোটারের আধার কার্ড নম্বর উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন।  আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে, তা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করুন।

১০) আপনার আবেদন সম্পন্ন হয়ে গেলে, একটি রেফারেন্স নম্বর পেয়ে যাবেন।  এছাড়া আবেদন করার পর রিসিভ কপিও ডাউনলোড করতে পারবেন।

১১) আবেদন করার সাথে সাথে কিংবা কয়েক ঘন্টা অপেক্ষা করে, ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা e-Epic Download এ ক্লিক করে ভোটার কার্ড নম্বর ও রাজ্য উল্লেখ করে সার্চে ক্লিক করুন।  যদি ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক হয়ে যায়, সেখানে মোবাইল নম্বর এর কিছু সংখ্যা দেখতে পারবেন।  ভোটার কার্ড ডাউনলোড করতে চাইলে Send OTP তে ক্লিক করে OTP ভেরিফাই করে Voter Card Download করে নিতে পারবেন।

ভোটার কার্ডে মোবাইল নম্বর লিংক পোর্টাল – Voter Card Mobile Number Link Online Portal – Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন