ভ্যাকসিন নেবার পর এই ৪ টি জিনিস মেনে চলুন , নয়তো হতে পারে মারাত্মক বিপদ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন মারাত্মক আকার ধারণ করছে। এই অবস্থায় মানুষ নিজেকে সতর্ক না করলে এই পরিস্থিতি আরো মারাত্মক হতে পারে। তবে ইতি মধ্যেই দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। বর্তমানে ৪৫ উদ্ধে দেশের সকল নাগরিকদের করোনার ভ্যাকসিন দিচ্ছে সরকার। এই অবস্থায় আপনি যদি করোনার ভ্যাকসিন নিয়ে থাকেন তবে এই ৪ টি জিনিস আপনার মাথায় রাখা উচিত , নয়তো হতে পারে মারাত্মক বিপদ।

১.  ভিড় জায়গা এড়িয়ে চলুন :-আপনি যদি করোনার প্রথম ডোজ নিয়ে থাকেন তবে , দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করুন। করোনার ভ্যাকসিন নেবার পরে ও যে আপনার করোনা হবেনা তা নয়। তার পরেও করোনা হতে পারে। সেই অবস্থায় করোনা অতটা প্রভাব বিস্তার করতে পারবে না আপনার শরীরে। ভ্যাকসিন নেবার পরেও করোনার সমস্ত বিধি মেনে চলুন।

আরো পড়ুন :- লকডাউন কি করা হবে ? কি বললেন মোদী

২. ভ্রমণ এড়িয়ে চলুন :- আপনি করোনার ভ্যাকসিন নিয়েছেন , এই অবস্থায় আপনার শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। এছাড়া ভ্রমণের ফলে যে শারীরিক দুর্বলতা হয় তা আপনার শারীরিক ক্ষতি করতে পারে।

avilo digital marketing

৩. টিকা নেবার পর দু – দিন নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান দিন :- আপনি যেই দিন টিকা নেবেন তার পর থেকে ২ -৩ দিন বিশ্রাম নিন ও নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন। কোনো অসুবিধা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন।

৪. মদ ও সিগারেট থেকে দূরে থাকুন :- আপনি যেই দিন টিকা নেবেন সেই দিন থেকে পরবর্তী ৩ – ৪ দিন সম্পূর্ণ ভাবে মদ ও সিগারেট থেকে দূরে থাকুন। এছাড়া বাইরের কোনো খাবার না খাওয়াই ভালো হবে।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- চীনের উপর বিরাট পদক্ষেপ তুর্কির ! তবে কি এবার যুদ্ধ চায় তুর্কি ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন