ভ্যাপসা গরমের কষ্ট চলবে, কালবৈশাখী কবে? জানাল হাওয়া অফিস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

summer , hot , gorom

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। কলকাতাসহ গোটা দক্ষিণাঞ্চলে আপাতত কালবৈশাখীর দেখা নেই। রবিবার বিকেল থেকেই ফের ফিরে এসেছে চেপে বসা অস্বস্তিকর গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের আবহাওয়াও একই থাকবে, আর মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। ফলে অস্বস্তি এবং গরম—দুটোরই দাপট থাকবে দক্ষিণবঙ্গে।

এদিকে উত্তরবঙ্গের ছবি একেবারে উল্টো। সোমবারও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও গরম কমার সম্ভাবনা নেই বললেই চলে।

আরও পড়ুন:- দেড় টনের এসি রোজ ৫ ঘণ্টা চললে কত বিল আসবে মাসে? দেখে নিন হিসেব

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে শুরু হতে পারে তাপপ্রবাহ। এক ধাক্কায় তাপমাত্রা বাড়বে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কলকাতার তাপমাত্রাও পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রিতে, আর পশ্চিমের জেলা গুলিতে তা পেরোতে পারে ৪০ ডিগ্রি।

সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, আর রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ফলে বৃষ্টি না থাকলেও গরমে ঘাম ঝরাচ্ছে শহরবাসী।

এছাড়া দেশের অন্য অংশেও রয়েছে চমকপ্রদ আবহাওয়ার সম্ভাবনা। জম্মু-কাশ্মীর, লাদাখ ও মোজাফফরাবাদে ভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, কেরল ও মাহেতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৬০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গুজরাট, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে থাকবে অতিরিক্ত গরম এবং ধুলিঝড়ের পরিস্থিতিও তৈরি হতে পারে।

আরও পড়ুন:- বাড়ি বাড়ি আর পৌঁছবে না রান্নার গ্যাস! চরম দুর্ভোগের মুখে গ্রাহকরা! সমাধানের উপায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন