Bangla News Dunia, Pallab : লোকসভায় বিলটি পাশ হয়ে গিয়েছিল বুধবার গভীর রাতে। আর তার ২৪ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ (সংশোধনী) বিল। এখন রাষ্ট্রপতি সই করলেই বদলে যাবে ৭০ বছরের পুরনো আইন।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
বৃহস্পতিবার রাত ২টা ২৯ মিনিটে ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ পাশ করানোর প্রস্তাব পেশ করেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর ধ্বনিভোটের মাধ্যমে এর স্বপক্ষে ও বিপক্ষে ভোট পড়ে। রাত ২ টা ৩৪ মিনিটে ফলাফল ঘোষণার পর দেখা যায় ১২৮ টি ভোট এই বিলের পক্ষে পড়েছে। আর বিপক্ষে পড়েছে ৯৫ টি ভোট।
প্রসঙ্গত, ১৯৫৪ সালের এই আইনকে ১৯৯৫ সালে সংশোধন করা হয়েছিল। যার ফলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটা বেড়ে গিয়েছিল। কিন্তু এই নতুন সংশোধনের পর ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই কমে যাবে বলে দাবি বিরোধীদের। এদিন প্রায় ১২ ঘন্টার আলোচনার শেষে এই বিলটি পাশ করার প্রস্তাব রাখা হয়। এরপর ধ্বনিভোটের মাধ্যমে মাঝরাতে পাশ হয়ে যায় বিলটি।