Bangla News Dunia, Pallab : সোমবার চাকরিহারা-চাকরিপ্রার্থীদের (Jobless Teachers) একাধিক সংগঠনের নবান্ন অভিযান (Nabanna Abhijan) খাতায় কলমে সফল হয়নি। নবান্ন থেকে অনেকটা দূরেই তাঁদের থেমে যেতে হয়েছে পুলিশি বাধায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাৎ চেয়েছিলেন প্রতিবাদীরা। তিনি বীরভূম থাকায় স্বাভাবিকভাবে সেটাও সম্ভব হয়নি। অবশ্য মুখ্যমন্ত্রী নবান্নে (Nabanna) থাকলেও দেখা করতেন কিনা, সেটাও কেউ হলফ করে বলতে পারবে না। এতকিছুর পরও এই অভিযানকে অসফল বলতে নারাজ বিক্ষোভকারীরা।
আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর
সংগ্রামী যৌথ মঞ্চ এই নবান্ন অভিযানের ডাক দেওয়া অন্যতম সংগঠন। তার নেতা ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) বলছেন, ”আমাদের আন্দোলন হবে জেনে মুখ্যমন্ত্রী ১৪ তলা ছেড়ে পালিয়েছেন।কারণ তাঁর বীরভূম সফরের অনেক আগে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল। উনি জেনেশুনে চলে গেছেন শহর থেকে। আমাদের আন্দোলন বৃথা যায়নি।
আমরা এখান থেকে জয় নিয়ে ফিরে যাচ্ছি।” রাজ্য সরকারকে খোঁচা দিয়ে তিনি এও বলেন, ”আন্দোলন প্রতিহত করার প্রয়াস করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাকে উপেক্ষা করেই আজকের আন্দোলন করা হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে পুলিশের অনুরোধ এবং আন্দোলনকারীদের সকলের সিদ্ধান্তে এদিনের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।”