জঙ্গিপুর: কিছুদিন আগেই মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত সাগরদিঘির জাতীয় সড়কে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে যান্ত্রিক বিপর্যয়ের দরুন আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন বৃহস্পতিবার, সাগরদিঘির ১২ নম্বর জাতীয় সড়কে পেট্রোল পাম্পের কাছে, উত্তরবঙ্গ থেকে আগত একটি চা বোঝাই লরির সঙ্গে বালি বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চা বোঝাই লরিটির কেবিনের ভেতরেই আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে চালকের। ঘটনায় গুরুতর জখম হন ওই গাড়ির খালাসি। মৃত চালকের নাম রহমান আলী।
ঘটনার বীভৎসতায় সাময়িকভাবে স্তম্ভিত হয়ে যান আশেপাশের লোকজন। এরপরেই স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টায় তৎপর হয়ে ওঠেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। তাঁদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। এরপর ক্রেনের সাহায্যে ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে জাতীয় সড়কের ওপর থেকে সরানো হয়। পাশাপাশি ট্রাকের চালক ও খালাসিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় খালাসিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।