Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিন দিন রান্নার গ্যাসের দাম (Cooking Gas) শুধুই বাড়ছে। আর গ্যাসের দাম বাড়ছে বলে চিন্তার ভাঁজ আমজনতার কপালে। তবে এবার সকলের জন্যই খুশির খবর। কারণ, মাত্রাতিরিক্ত দাম দিয়ে আর রান্নার গ্যাস কিনতে হবে না। চালু হল নতুন পদ্ধতি। সাধারণ মানুষ এর দ্বারা ভীষণ উপকৃত হবেন।
Pipeline Gas Service For Cooking Gas in India
যা দেখা যাচ্ছে, দিনের পর দিন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হয়েই চলেছে। দাম বাড়ছে সাংসারিক জিনিস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের। সামান্য চাল, ডাল আর আলু কিনতে হলে বহু ভাবনা চিন্তা করতে হচ্ছে মধ্যবিত্তদের। তবে এবার আর খুব বেশি চিন্তা করার কারণ নেই। তবে বাস্তব পরিস্থিতি যা বলছে, মূল্যবৃদ্ধির আবহে এবার রান্নার গ্যাসের দাম ক্রমশ বাড়ছে।
চলতি মাসের শুরুর দিক করে বাণিজ্যিক LPG Gas সিলিন্ডারের দাম কম হতে দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু কিছুদিন আগে ফের ঘরোয়া রান্নার গ্যাসের দাম আবার বৃদ্ধি পেয়েছে। রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আলাদা করে বলার নয়, এর ফলে বেশ সমস্যায় পড়েছেন নিম্ন মধ্যবিত্ত জনসাধারণ।
রান্নার গ্যাসের নতুন পরিষেবা শুরু হল!
ইতিমধ্যে জানা যাচ্ছে যে, সাধারণ মানুষের রান্নার গ্যাস নিয়ে চিন্তা দূর হতে চলেছে। কারণ খুব শীঘ্রই এবার পাইপলাইনের মাধ্যমেই মিলতে চলেছে রান্নার গ্যাসের সুবিধা। ধীরে ধীরে এই পাইপলাইন যেমন এগোবে তেমনভাবেই বিভিন্ন এলাকায় গৃহস্থদের বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাসের (Pipeline Gas) এই সুবিধা।
এইমুহুর্তে প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু হয়েছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাহেব বাড়ি এলাকায়। সেখানে এই পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে গেছে। তার মাধ্যমেই রান্না করছে সংশ্লিষ্ট সাহেবগঞ্জ এলাকার পরিবার গুলি। তবে এ বিষয়ে হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থার পক্ষ থেকে খবর মিলছে, দিনের মধ্যে ২৪ ঘণ্টাই পাওয়া যাবে এই গ্যাস পরিষেবা। বসানো হবে গ্যাসের মিটার বক্স।
তবে এ নতুন নয়, আগেই কলকাতার কয়েকটি জায়গায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা চালু হয়ে গিয়েছে। চন্দননগরের তিনটি ওয়ার্ডের অন্তত দু’হাজার বাড়িতে প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন দ্বারা সংযুক্ত হবে বলেই খবর। তাঁরা জানায় সংযোগের জন্য আপাতত সংশ্লিষ্ট পরিবারগুলিকে কোনও টাকা দিতে হবে না। অন্ততপক্ষে দুই লক্ষ গ্রাহকের বাড়িতে আগামী কয়েক মাস গ্যাসের সংযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপসংহার: সাধারণ মানুষের যেভাবে রান্নার গ্যাস নিয়ে চিন্তা রয়েছে, তাতে আগামী দিনে চতুর্দিকে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পরিষেবা চালু হলে সকলেই উপকৃত হবেন। রান্নার গ্যাসের ক্রমশ উর্ধ্বমুখী দাম ও তার সমাধানে এই ব্যবস্থা দারুন কার্যকরী হতে চলেছে।
আরও পড়ুন:- মাত্র ৫ হাজার টাকায় কলকাতা থেকে ৭টি দুর্দান্ত ট্রিপ, জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- নববর্ষে খুশির খবর! রোজভ্যালির টাকা ফেরত পেতে চলেছেন ৭.৫ লক্ষ মানুষ