মাত্র ১৩ হাজার টাকায় Hero-র ইলেকট্রিক স্কুটি, ফিচার জানলে চক্ষু চড়কগাছে উঠবে

By Bangla News Dunia Dinesh

Published on:

ola electric scooter

Bangla News Dunia, Pallab : ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় দিনের পর দিন নতুন চমক আসছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল Hero MotoCorp এর অত্যাধুনিক এবং আকর্ষণীয় ইলেকট্রিক স্কুটার Hero Vida V2 Pro। আপনি যদি স্বল্প বাজেটে একটি ভালো এবং শক্তিশালী পারফরম্যান্সযুক্ত স্কুটার খুঁজে থাকেন, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

মাত্র ১৩ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি পেতে পারেন এই দুর্দান্ত স্কুটারটি। আর যদি একবার এই স্কুটির ফিচারগুলি শোনেন, তাহলে চক্ষু চড়কগাছে উঠবে। তাই এক নজরে দেখে নিন Hero Vida V2 Pro স্কুটারের সমস্ত ফিচার সম্পর্কে।

Hero Vida V2 Pro স্কুটারটি কেন আলোচনা শিরোনামে?

বর্তমান সময় ইলেকট্রিক যানবাহনের প্রতি মানুষের আগ্রহ দিনের পর দিন বাড়ছে। শহরের যানজট, পেট্রোলের বাড়তি খরচ এবং পরিবেশ সচেতনতার কারণে প্রত্যেকে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছে। আর সেই দিক থেকে Hero Vida V2 Pro এমনই একটি স্কুটার, যা স্টাইল, পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যে সেরা বিকল্প।

ফিচার এবং পারফরম্যান্স

এই ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে ৬kW শক্তির ইলেকট্রিক মোটর, যা শহরের ট্রাফিককেও দারুণ পারফরম্যান্স দেয়। ব্যাটারি রয়েছে ৩.৯৪ kWh লিথিয়াম আয়ন বাটারি প্যাক। বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, একবার সম্পূর্ণ চাপ দিলে আপনি ১৬৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন, যা দৈনন্দিন যাতায়াতের জন্য পারফেক্ট। 

ফার্স্ট চার্জিং সুবিধা থাকায় কম সময়ে স্কুটারটি চার্জ হয়ে যায়। স্মার্ট ফিচার নিয়ে যদি কথা বলি, তাহলে স্কুটারটিতে ডিজিটাল ডিসপ্লে, কানেক্টেড অ্যাপ, Geo-Fencing, Turn-by-Turn Navigation এর মত ফিচার রয়েছে। 

দাম এবং EMI প্ল্যান

Hero Vida V2 Pro স্কুটিটির এক্স শোরুম মূল্য রয়েছে ১.১৫ লক্ষ টাকা থেকে ১.৩৫ লক্ষ টাকা। কিন্তু যাদের পক্ষে একবারে টাকা বের করা কঠিন হয়ে যাচ্ছে, তারা ইএমআই অপশন নিতে পারবেন। ইএমআইতে ডাউন পেমেন্ট মাত্র ১৩ হাজার টাকা দিতে হবে। ঋণের মেয়াদ রয়েছে তিন বছর, সুদের হার ৯.৭%। সেক্ষেত্রে প্রতি মাসে ইএমআই দাঁড়াবে ৩৭৮৯ টাকা। 

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন