মাত্র ৫ হাজার টাকায় কলকাতা থেকে ৭টি দুর্দান্ত ট্রিপ, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পর্যটন মানেই কেবল পাহাড়, সমুদ্র কিংবা দামী হোটেল নয়। আপনার বাজেট যদি হয় মাত্র ৫০০০ টাকা, তাহলেও আপনি সহজেই কিছু জায়গা ঘুরে আসতে পারেন, তাও কলকাতা থেকে অল্প সময়েই পৌঁছনো যায় এমন জায়গা। দেখে নিন এমন ৭টি দুর্দান্ত গন্তব্যের তালিকা:

১. মন্দারমণি

যাতায়াত: লোকাল ট্রেনে কাঁথি, সেখান থেকে শেয়ার গাড়ি

খরচ: যাতায়াত + হোটেল + খাওয়া: ₹1500–₹1800

কেন যাবেন: শান্ত সমুদ্র, বাজেট রিসর্ট, ফিশ ফ্রাই

২. পুরুলিয়া (অযোধ্যা পাহাড়)

যাতায়াত: ট্রেনে আদ্রা / পুরুলিয়া

খরচ: ₹2000–₹2500

ঘোরার জায়গা: অযোধ্যা পাহাড়, বামনি জলপ্রপাত, তুরগা জলপ্রপাত

হোমস্টে: লোকাল গ্রাম হোমস্টে, খাবার সহ

৩. বিষ্ণুপুর

যাতায়াত: ট্রেনে ৪ ঘন্টা

খরচ: ₹1800–₹2200

দর্শনীয় স্থান: টেরাকোটা মন্দির, রাসমঞ্চ, মিউজিয়াম

স্পেশালিটি: মাখা সন্দেশ, বিষ্ণুপুরী শাড়ি

৪. শান্তিনিকেতন

যাতায়াত: ট্রেনে বোলপুর

খরচ: ₹2000

দর্শনীয় স্থান: বিশ্বভারতী, রবীন্দ্র ভবন, কোপাই নদী

এক্সট্রা: কবি কুটিরে কবিতার আবেশ

৫. চাঁদিপুর (ওড়িশা)

যাতায়াত: বাসে বা ট্রেনে বালেশ্বর, সেখান থেকে গাড়ি

খরচ: ₹2200–₹2500

মজাদার দিক: সমুদ্র পিছিয়ে যায়, “ভ্যানিশিং সি”

৬. দিঘা

যাতায়াত: ট্রেনে ৩.৫ ঘন্টা

খরচ: ₹1500–₹1800

লোকেশন: নিউ দিঘা, উদয়পুর সৈকত

স্মরণীয়: পকেট ফ্রেন্ডলি ফুড, সি ফুড প্রেমীদের জন্য আদর্শ

৭. মৌসুনি দ্বীপ

যাতায়াত: ট্রেন + টোটো + নৌকা

খরচ: ₹2000–₹2300

এক্সপেরিয়েন্স: রিভার-মিট-সি, টেন্টে রাত

ঘোরার সময় সেরা সময়: অক্টোবর থেকে মার্চ

বোনাস টিপস (যাতে বাজেট ঠিক থাকে):

১. সরকারি গেস্ট হাউস বা লোকাল হোমস্টে বুক করুন
২. গ্রুপে গেলে খরচ কমবে
৩. নিজস্ব খাবার কিছু নিয়ে যান
৪. ট্রেনে অগ্রিম বুকিং করুন

আরও পড়ুন:- পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড লোন! জানুন কোন ঋণে আপনাকে কম সুদ গুনতে হবে?

আরও পড়ুন:- সমুদ্রের তলায় ১২ হাজার বছর পুরনো পিরামিড, ইতিহাস কি বদলে যাবে ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন