মাধ্যমিক থেকে বাদ পড়বে না কেউ, অ্যাডমিট কার্ড না পেলে নতুন করে আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা এনরোলমেন্ট কবে জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় বড় স্বস্তির খবর পড়ুয়াদের জন্য। বিদ্যালয়ের গাফিলতি বা কোনও কারণে যে সব যোগ্য পড়ুয়া ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বাদ পড়েছে, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার।  শনিবার এই মর্মে নিজস্ব এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এ দিন শিক্ষামন্ত্রী জানান, কোনও যোগ্য শিক্ষার্থী যেন মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই আবারও অনলাইনে এনরোলমেন্ট পোর্টাল খোলা হচ্ছে।  যা‌ আগামী ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত চালু থাকবে।  এই সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নতুন করে এনরোলমেন্ট করতে পারবে এবং সেখান থেকেই অ্যাডমিট কার্ড মিলবে।

এছাড়াও এই বর্ধিত সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষার্থী অ্যাডমিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবে না, তাদের মাধ্যমিকে বসতে দেওয়া হবে না।  শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদ্যালয়সমূহের দ্বারা এই ধরনের ত্রুটি যাতে আর না ঘটে, সে বিষয়ে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা।যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।  প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ২টোয়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন