Bangla News Dunia, Pallab : দেশের শিক্ষিত ও কর্ম-অন্বেষী তরুণদের জন্য মোদি সরকার একটি সুবর্ণ সুযোগের দ্বার খুলে দিয়েছেন—প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম ২০২৫ (PM Internship Scheme 2025)। এই স্কিমের অধীনে দেশের বিভিন্ন খ্যাতনামা সংস্থায় বিনামূল্যে ১২ মাসের ট্রেনিং এর (Internship) সুযোগ মিলবে এবং প্রতি মাসে ৫,০০০ করে স্টাইপেন্ড দেওয়া হবে। আর শুধু তাই নয়, ট্রেনিং শেষে সার্টিফিকেট সহ এককালীন ৬,০০০ অতিরিক্ত অনুদানও মিলবে।
এই স্কিমটি মূলত ভারত সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের উদ্যোগে পরিচালিত করা হচ্ছে এবং এর মূল লক্ষ্য হলো দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের যোগ্য করে তোলা ও শিল্পক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বাড়ানো এবং কর্মমূখি করে গড়ে তোলা ।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
আবেদনের সময়সীমা :
সাধারণত, এই পিএম ইনটার্নশিপ স্কিমের আবেদন প্রক্রিয়া মার্চ মাসেই শেষ তারিখ ছিল। কিন্তু এবার প্রচুর আগ্রহ ও আবেদনকারীর চাপের কারণে শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাই যারা এখনও আবেদন করেননি, তারা অবিলম্বে আবেদন করুন এবং সুযোগ নিয়ে ফেলুন।
এই স্কিমের মূল বৈশিষ্ট্য ও সুযোগ সুবিধা নিচে টেবিল আকারে দেওয়া হল
বৈশিষ্ট্য | বিস্তারিত |
---|---|
ইন্টার্নশিপের সময়কাল | ১২ মাস |
মাসিক স্টাইপেন্ড | ৫,০০০ |
এককালীন অনুদান | ৬,০০০ |
মোট শূন্যপদ | ১,২৫,০০০ ( Expected) |
পরিচালনা করে | ভারত সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক |
আবেদনের শেষ তারিখ | ১৫ এপ্রিল ২০২৫ |
যোগ্যতা সমূহ :
পিএম ইনটার্নশিপ স্কিমে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। নিচে তার বিস্তারিত দেওয়া হল
- আবেদন কারীদের বয়স থাকতে হবে ২১ থেকে ২৪ বছর
- শিক্ষাগত যোগ্যতা সমূহ : মাধ্যমিক (১০ম), উচ্চমাধ্যমিক (১২ম), আইটিআই, পলিটেকনিক, ডিপ্লোমা কিংবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ও অন্যান্য ডিপ্লোমা বা ডিগ্রি পাশ।
- পারিবারিক বার্ষিক আয়: আবেদনকারীর সর্বোচ্চ ৮ লাখ বা তার কম থাকতে হবে
- সরকারি চাকরিতে নিযুক্ত পরিবারের সদস্য আবেদনযোগ্য নয় হবে না
- বর্তমানে শিক্ষায় নিযুক্ত বা পূর্ণকালীন চাকরিজীবী আবেদন করতে অযোগ্য হবে
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন