মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুকথা পোস্ট করে শাস্তির মুখে চুঁচুড়ার ব্যক্তি, কি লিখেছিলেন ? দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়া পোস্টে কটূক্তির অভিযোগ। এই ঘটনায় চুঁচুড়ার বাসিন্দা ভূপাল ঘোষের নামে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৩৫৬/২ ধারায় অভিযোগ দায়ের হয়। কোনও ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলে মানহানির অভিযোগের ক্ষেত্রে এই ধারা প্রয়োগ করা হয়। ঘটনার জল গড়ায় চুঁচুড়া আদালত পর্যন্ত। বৃহস্পতিবার ভূপাল ঘোষকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এই মামলার প্রেক্ষিতে। নির্দিষ্ট এই জরিমানা দিয়ে মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন তিনি।

ঠিক কী অভিযোগ উঠেছিল চুঁচুড়ার ওই ব্যক্তির বিরুদ্ধে?

ঘটনায় ভূপালের বিরুদ্ধে লড়াই করা সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, ‘দীর্ঘদিন ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে কুকথা বলেছিলেন। বিষয়টি সিআইডি-র একটি বিশেষ টিমের নজরে আসে। ওই ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছিল সেই সমস্ত পোস্টের প্রেক্ষিতে। গত ১৩ জুন আদালতে এসে আত্মসমর্পণ করেছিলেন ওই ব্যক্তি। তাঁকে বিচারক পাঁচ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছিলেন।’

এ দিন আদালতে ওই ব্যক্তির দুই বছরের জেল হেফাজতের আবেদন জানান সরকারপক্ষের আইনজীবী। যদিও আদালত এক হাজার টাকা জরিমানার বিনিময়ে অভিযুক্তকে নিষ্কৃতি দেয়। ভূপাল জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। ওই সোশ্যাল মিডিয়া পোস্টগুলি নিয়েও খুব বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

আরও পড়ুন:- বঙ্গোপসাগরে তৈরি ‘উইফা’ ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলা ভাসবে ? লেটেস্ট আপডেট

আরও পড়ুন:- শিশুর বিকাশে বাধা হয়ে দাঁড়ায় বাবা-মায়ের এই ভুল, অবশ্যই জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন