মুনিরের পর এবার বিলাওয়াল, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বেনজির-পুত্রের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রবিবারই ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এবার যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির বর্তমান প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। পহলগাম হামলার পর সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত সরকার। সেই নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন বিলাওয়াল। সোমবার সিন্ধ সরকারের পর্যটন দপ্তরের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়ে তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি সিন্ধু জলচুক্তিতে পরিবর্তন আনেন, তাহলে সেটা পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার উপর আক্রমণ।’ ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বিলাওয়াল বলেছেন, ‘যুদ্ধ বাধলে মোদির মুখোমুখি হওয়ার শক্তি আছে পাকিস্তানের জনগণের। আরেকটি যুদ্ধ হলে আমরা ছয়টি নদী পুনরুদ্ধার করতে পারে।’

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

যদিও ইতিহাস বলছে ভারতের বিরুদ্ধে একটি যুদ্ধ বা সংঘাতে জয় পায়নি প্রতিবেশী দেশটি। বিলাওয়াল অভিযোগ করেন, মোদির সিন্ধুর উপর জল প্রকল্পের ঘোষণা পাকিস্তানে জল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারির সমান। ২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন। সেই ঘটনার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি বাতিল করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এর আগেই ঘোষণা করেছিলেন, ভারত আর কখনও এই চুক্তিটি কার্যকর করবে না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন