Warning: exif_imagetype(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/59918c3a-897f-4d2e-a44c-a2c516c47837.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3338

Warning: file_get_contents(https://banglanewsdunia.com/wp-content/uploads/2024/08/59918c3a-897f-4d2e-a44c-a2c516c47837.png): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/u842153353/domains/banglanewsdunia.com/public_html/wp-includes/functions.php on line 3358

মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অধীর! কাঠগড়ায় তুললেন রাজ্য সরকারকে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুর্শিদাবাদ (Murshidabad) জুড়ে বাড়তে থাকা ভয়াবহ বন্যা পরিস্থিতি ও সেইসঙ্গে কান্দি মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সুর চড়ালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শনিবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কান্দি সহ হিজল এলাকায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন অধীর।

বন্যা কবলিত এলাকায় দাঁড়িয়ে অধীর বলেন, ‘বন্যা নিয়ন্ত্রণের জন্য ২০১২ সালে তৎকালীন কেন্দ্র সরকার কান্দি মাস্টারপ্ল্যান অনুমোদন করে। সেই মাস্টার প্ল্যানের কারণে কান্দির মানুষ বন্যা ভুলে গিয়েছিল। কিন্তু তৃণমূলের (TMC) রাজ্য সরকারের চরম উদাসীনতার জন্যই বর্তমানে এলাকায় নতুন করে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভয়াবহ অবস্থা চলছে।’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘উনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) (CM Mamata Banerjee) মুখে বলছেন আমি গরীব, আমার সরকার গরীব। যা আছে তাই দিচ্ছি। ও সব ভনিতা করে কোনও লাভ নেই। কাটমানি আর দুর্নীতিতে ভরে গেছে সবকিছু। সব থেকে দুঃখজনক ব্যাপার সাধারণ মানুষকে ত্রাণ দেওয়া নিয়ে রাজনীতি শুরু করেছে এই তৃণমূল সরকার। যেখানে দেখছে কংগ্রেস কর্মীরা সংখ্যায় বেশি সেখানে ত্রাণের ত্রিপল থেকে শুরু করে অন্যান্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হচ্ছে।  আর যেখানে কংগ্রেসের বদলে তৃণমূলের লোকজন আছে সেখানেই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এইভাবে রাজনীতি রং দেখে যদি ত্রাণের কাজ চলতে থাকে তাহলে, কোনওভাবে আমি তা বরদাস্ত করব না। এই পরিস্থিতির বদল না হলে কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে ধর্নায় বসবো।’

আরও পড়ুন:- জয়েন্টে ব্যথা হতে পারে ইউরিক অ্যাসিডের বেড়ে যাওয়ার লক্ষণ ! কম করতে খান এগুলি

আরও পড়ুন:- পুজোর আগেই বিরাট খবর! প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর, কারা পাবেন ? জানুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন