Bangla News Dunia, Pallab : গতকালই বামেদের ‘ব্রিগেড চলো’ কর্মসূচিতে হাজার হাজার লোকের সমাগম দেখেছে বাংলা। ব্রিগেডের সমাবেশ থেকে ২০২৬-এ বাংলা জয়ের ডাক দিয়েছেন সিপিএমের নেতারা। আর তার মধ্যেই চলে এল সুখবর। তৃণমূলকে পরাস্ত করে সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল সিপিএম।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি
জানা গিয়েছে, রবিবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অমৃতকুন্ডুতে জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। এই সমবায় নির্বাচনে সিংহভাগ আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সিপিএম। এই নির্বাচনে মোট ১২টি আসনের মধ্যে ১০টি আসন আসে সিপিএমের ঝুলিতে। সেক্ষেত্রে মাত্র দুটি আসন জিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীদের।
২০১১ সালে রাজ্যে সরকার বদলের পর থেকেই ছোট বড় প্রায় সমস্ত নির্বাচনেই জিতেছে তৃণমূল কংগ্রেস। গড়িয়া বোড়ালের সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিরাটভাবে জিতলেও এবারে মুর্শিদাবাদে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘাসফুল শিবিরের কাছে এটা যথেষ্টই অস্বস্তির। এদিকে, সমবায় সমিতির ভোটে সিংহভাগ আসনে জয়লাভ করে ছাব্বিশের নির্বাচনের আগে আশার আলো দেখতে শুরু করেছে সিপিএম। এই জয়ের পর নির্বাচিতদের অভিনন্দন জানান সিপিএম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য নবগ্রামের প্রাক্তন বিধায়ক মুকুল মণ্ডল। তিনি বলেন, ‘গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ। মানুষ দুর্নীতিকে সমর্থন করছেন না। সেটাই স্পষ্ট হয়েছে এদিনের ফলাফলে।’
আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।