মে মাস এলেই অনেকেই জানতে চান স্কুল, অফিস বা সরকারি দপ্তরে কবে ছুটি রয়েছে সেই ছুটির তালিকা সম্পর্কে জেনে নিন। পরিকল্পনা করতে গেলে ছুটির দিন আগে থেকেই জানা খুব জরুরি। বিশেষ করে যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে বা যারা সরকারি কর্মী, তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখে নিই ২০২৫ সালের মে মাসে কোন কোন দিন ছুটি থাকবে। এবারে রাজ্য সরকারের অফিস ও বেশির ভাগ স্কুলে প্রযোজ্য ছুটির দিন গুলি জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
মে মাসে সরকারি ছুটির তালিকা ২০২৫
১. মে দিবস (Labour Day) – ১ মে, বৃহস্পতিবার – এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। পশ্চিমবঙ্গ সরকার এই দিনটিকে ছুটি ঘোষণা করেছে। স্কুল ও বেশির ভাগ অফিস এই দিনে বন্ধ থাকে।
২. রবীন্দ্র জয়ন্তী – ৯ মে, শুক্রবার – বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন অত্যন্ত মর্যাদার সঙ্গে পালিত হয়। অনেক স্কুল ও সরকারি দপ্তর এই দিনে বন্ধ থাকে।
West Bengal Holiday List 2025
৩. বুদ্ধ পূর্ণিমা – ১২ মে, সোমবার – বুদ্ধ পূর্ণিমা একটি জাতীয় ছুটি এবং এটি গৌতম বুদ্ধের জন্ম ও জ্ঞানলাভের দিন হিসেবে পালিত হয়। এই দিনে স্কুল, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ থাকে। এছাড়া মে মাসে কিছু উইকেন্ড রয়েছে যেই গুলোতেও ছুটি থাকবে। এছাড়াও আরও কিছু ছুটি সম্পর্কে আপনাদের জেনে নেওয়া উচিত।
মে মাসে অন্যান্য ছুটি
- ৪ মে (রবিবার) – সাপ্তাহিক ছুটি
- ১০ মে (শনিবার) – দ্বিতীয় শনিবার (Bank Holiday)
- ১১ মে (রবিবার) – সাপ্তাহিক ছুটি
- ১৮ মে (রবিবার) – সাপ্তাহিক ছুটি
- ২৫ মে (রবিবার) – সাপ্তাহিক ছুটি
অতিরিক্ত গরমের জন্য গরমের ছুটি
মে মাসে গরমের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে অনেক গ্রীষ্মকালীন ছুটি থাকে, পশ্চিমবঙ্গে ৩০ শে এপ্রিল থেকে এই ছুটি শুরু হয়ে যাবে কিন্তু কবে খুলবে সেই সম্পর্কে জানা যায়নি।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য