Bangla News Dunia, Pallab : সীমান্ত প্রশ্নের দ্রুত নিষ্পত্তি করতে সম্মত হল ভারত ও চিন। মঙ্গলবার নয়াদিল্লিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকের পর দুই দেশ সীমান্ত সংক্রান্ত বিরোধ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে সম্মত হয়েছে। সীমান্ত নির্ধারণের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে বৈঠকে ঠিক হয়েছে।
আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO
প্রধানমন্ত্রীর সঙ্গে চিনের বিদেশমন্ত্রীর বৈঠকের পর এক বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে খুব দ্রুত দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৈলাস মানস সরোবরের মতন হিন্দু তীর্থে যাতে আরো বেশি সংখ্যায় পুণ্যার্থীরা যেতে পারে তাও নিশ্চিত করা হয়েছে। সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে বেজিং যাচ্ছেন। তার আগেই দ্বিপাক্ষিক ইস্যুগুলো যথাসম্ভব মিটিয়ে নিতে চাইছে দুই দেশ। চীনা বিদেশমন্ত্রীর ভারত সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। নাথুলা, সিপকিলা ও লিপুলেখ সীমান্ত দিয়ে দুই দেশই আরও বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে।
Glad to meet Foreign Minister Wang Yi. Since my meeting with President Xi in Kazan last year, India-China relations have made steady progress guided by respect for each other’s interests and sensitivities. I look forward to our next meeting in Tianjin on the sidelines of the SCO… pic.twitter.com/FyQI6GqYKC
— Narendra Modi (@narendramodi) August 19, 2025
এদিন ওয়াং ই -র সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত বছর রাশিয়ার কাজানে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ভারত চিন দু’দেশের মধ্যেকার সম্পর্ক দ্রুত এগিয়েছে। পরস্পরের স্বার্থ ও স্পর্শকাতরতার প্রতি সম্মান জানানোর ফলেই এটা সম্ভব হয়েছে। আমি চিনের তিয়ানজিনে এসসিও বৈঠকের পাশাপাশি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি। ভারত ও চিনের মধ্যে দৃঢ়, গঠনমূলক সম্পর্ক বিশ্ব ও আঞ্চলিক শান্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”