মোবাইলে বাধ্যতামূলক এই App! সরকারের তরফে বিশেষ উদ্যোগ, জানুন বিস্তারিত – Government Sanchar Sathi Mobile App

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Government Sanchar Sathi Mobile App: ভারত সরকারের তরফে মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলিকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশ অনুসারে ২০২৬ সালে মোবাইল প্রস্তুত করার ক্ষেত্রে অনিবার্য সঞ্চার সাথি অ্যাপ প্রি-ইনস্টল করার নির্দেশ দিয়েছেন। তবে যত গন্ডগোল এই সঞ্চার সাথি অ্যাপস এর প্রি ইনস্টলকে কেন্দ্র করে। কারণ বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছেন এই অ্যাপের মাধ্যমে ভারত সরকার সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির ওপর নজরদারি চালাবেন। যদিও ভারত সরকারের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাই আপনারা যদি ২০২৬ সালের নতুন বছরের শুরুতে মোবাইল কেনার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে উক্ত মোবাইলে সঞ্চার সাথি অ্যাপস আগে থেকে ডাউনলোড করা পেয়ে যাবেন।

এই অ্যাপটি আপনার মোবাইলের উপর বিশেষ নজরদারি চালাবে। তাই আপনি একজন মোবাইল ইউজার হয়ে থাকলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের প্রতিবেদনে সঞ্চার সাথি অ্যাপস সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো।

সঞ্চার সাথী অ্যাপ:

ভারত সরকারের তরফ থেকে মোবাইলের উপর বিশেষ নজরদারি চালানোর জন্য সঞ্চার সাথি অ্যাপস চালু করা হয়েছে। এই সঞ্চার সাথে অ্যাপস এবার থেকে আপনাদের মোবাইলে বাধ্যতামূলক হতে চলেছে। মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাগুলিকে ২০২৬ সালের মার্চ মাস থেকে সমস্ত নতুন স্মার্টফোনে সঞ্চার সাথী (Sanchar Saathi) অ্যাপ প্রি-ইনস্টল করার নির্দেশ দিয়েছে। টেলিকম বিভাগের (DoT) এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরেই বিভিন্ন মহল থেকে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধীদের একাংশ এই পদক্ষেপকে ভারত সরকারের ‘নজরদারি’ বা স্নুপিং এর প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তবে মঙ্গলবার সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিলেন ভারত সরকারের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

ওনার মতে একদিকে বিরোধীরা দেশে বাড়তে থাকা ফ্রড বা প্রতারণা নিয়ে সর্বদা অভিযোগ করেন, আবার যখন আমরা সাধারণ মানুষের হাতে সুরক্ষার জন্য সঞ্চার সাথী তুলে দিচ্ছি, তখন তারা পেগাসাস বলে চিৎকার করছেন। তাই ভারত সরকারের তরফ থেকে সাধারণ জনগণকে আবেদন জানানো হয়েছে, অযথা আপনারা গুজবে কান দেবেন না। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনাদের সুরক্ষা সুনিশ্চিত করা হবে।

সঞ্চার সাথী অ্যাপ নিয়ে সরকারের বার্তা:

সংসার সাথী এই অ্যাপস নিয়ে বিরোধীরা যে সব অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। ভারত সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে এই অ্যাপের মাধ্যমে কোনোভাবেই নাগরিকদের ফোনে আড়িপাতা বা কল মনিটরিং করা হবে না। এখানে স্নুপিং বা কল মনিটরিংয়ের কোনো প্রশ্ন নেই। ভারত সরকার সাধারণ নাগরিকদের সুরক্ষার স্বার্থেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। সাইবার প্রতারণা রুখতে এই অ্যাপটি ফোনে দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তাই ভবিষ্যতে আপনাদের মোবাইল সিকিউরিটি বাড়াতে এই অ্যাপটি বিশেষ সহায়ক হবে।

অ্যাপ প্রয়োজনীয়তা:

বর্তমানে সাইবার ক্রাইম তথা ডিজিটাল অপরাধ প্রবণতা ক্রমে বৃদ্ধি পেয়েছে। সাইবার জালিয়াতি এবং ফোন চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকারের মন্ত্রী সিন্ধিয়া পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন শুধুমাত্র ২০২৪ সালেই দেশে প্রায় ২২,৮০০ কোটি টাকার প্রতারণা হয়েছে। এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি এবং সাইবার অপরাধ থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ভারত সরকারের এই পদক্ষেপ গ্রহণ করেছেন। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ব্লক করতে এবং প্রতারকদের হাত থেকে বাঁচতে এই অ্যাপটি একটি শক্তিশালী হাতিয়ার।

এছাড়াও এই অ্যাপ নিয়ে যাদের মধ্যে এখনো হয় ভীতি কাজ করছে, তারা চাইলে অ্যাপ ডিলিট করতে পারবেন। আপনার ফোনে যেমন গুগল ম্যাপস (Google Maps) আগে থেকেই থাকে, এবং আপনি চাইলে তা ডিলিট করে দিতে পারেন, ঠিক তেমনই সঞ্চার সাথী অ্যাপটিও ডিলিট করা যাবে। তাই অযথা সঞ্চার সাথী অ্যাপ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আপনারা এর সুবিধা গ্রহণ করতে চাইলে অ্যাপটি মোবাইন ইনস্টল করুন নয়তো ডিলিট করতে পারেন।

Aitpune is a experience content writer in various niches. I have 5 years experience in the field of content writing specially Bengali language. But i also work in English. So if any error done by me please forgive me.Thank You

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন