মোবাইল রিচার্জের দাম বাড়ছে আবার! কতটা বাড়ছে ? গ্রাহকরা জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্তমানে ইন্টারনেটে ব্যবহার বেড়ে যাওয়ায় মোবাইল রিচার্জের দাম (Mobile Recharge Price) এবার নতুন করে আবারও বাড়তে চলেছে। এই মূল্য বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলতে চলেছে সাধারণ ব্যবহারকারীদের উপর। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বেশির ভাগ টেলিকম সংস্থা তাদের প্রিপেইড ও পোস্ট পেইড রিচার্জ প্ল্যানে মূল্য সংশোধন করতে পারে।

মোবাইল রিচার্জের দাম বাড়ছে কেন?

5G নেটওয়ার্ক বিস্তারে অতিরিক্ত খরচ, লভ্যাংশ হ্রাস পাওয়ার সমস্যা, স্পেকট্রাম খরচ বেড়ে যাওয়া, নেটওয়ার্ক রক্ষণা বেক্ষণের ব্যয়, এই কারণ গুলোর জন্যই বিভিন্ন টেলিকম সংস্থা যেমন Jio, Airtel, ও Vi দাম বাড়ানোর পরিকল্পনায় রয়েছে বলে মনে করছেন অনেকেই। বিগত ২০২৪ সালে লোকসভা ভোটের আগে এই দাম বৃদ্ধি পাওয়ার ফলে অনেকের সমস্যা হয়েছিলো আর এবারে আবার এমনটা হলে সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে।

আরও পড়ুন:- শিশুদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট-ATM কার্ড-চেকবুক, কী কী সুবিধা পাবে শিশুরা ? জেনে নিন

কোন কোন রিচার্জের দাম বাড়তে পারে?

  • 199, 239, 299 প্রিপেইড প্ল্যান
  • ডেটা অ্যাড অন প্যাক
  • আনলিমিটেড কলিং প্যাক
  • এই সব প্ল্যানে ১০% থেকে ২০% পর্যন্ত দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গ্রাহকদের উপর সম্ভাব্য প্রভাব

  1. মাসিক খরচ বেড়ে যাবে
  2. সীমিত বাজেটের গ্রাহকরা সমস্যায় পড়বেন
  3. ডেটা ব্যবহারে কড়াকড়ি আনতে হতে পারে
  4. অনেকেই কম দামে রিচার্জ খুজতে বাধ্য হবেন

কীভাবে এই মূল্য বৃদ্ধির মোকাবিলা করবেন?

দীর্ঘ মেয়াদি প্ল্যান ব্যবহার করুন কারন অনেক সময় বেশি মেয়াদের প্ল্যানে কম খরচ পড়ে, অফার এবং ডিসকাউন্ট খুজুন, বিশেষ করে পেমেন্ট অ্যাপ গুলিতে বিশেষ ছাড় পাওয়া যায়, প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিন অতিরিক্ত ডেটা বা কলিং না থাকলে সেই গুলো বাদ দিন। Jio ও Airtel এর তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, বিভিন্ন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে তারা “মার্কেট কন্ডিশনের উপর নজর রাখছে”। Vi এর তরফ থেকে আগে থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা মূল্য সংশোধনের রাস্তায় হাঁটতে পারে।

এই অবস্থায় গ্রাহকদের উচিত – সময় মতো রিচার্জ করে রাখা, দাম বাড়ার আগে প্ল্যান তুলনা করে সঠিকটি বেছে নেওয়া, টেলিকম সংস্থার অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপডেট নেওয়া। আর এখনও রিচার্জের দাম বৃদ্ধি করা নিয়ে কোন ধরণের ঘোষণা সংস্থা গুলোর তরফে করা হয়নি, তাই এখন সকলের উচিত কোন অফারের মাধ্যমে রিচার্জ করে রাখা যাতে কিছু দিন হলেও সাশ্রয় হয় সকলের।

আরও পড়ুন:- ধামাকা অফার! ফ্রিতে 5000GB ডেটা দিচ্ছে Jio! কিভাবে পাবেন জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন