মৌলবাদীদের অত্যাচারে বাংলাদেশে দ্রুত কমছে হিন্দু সংখ্যা ! অভিযোগ হিন্দু মহাজোটের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : স্বাধীনতার পর থেকে লাগাতার নির্যাতনের ফলে ক্রমশই কমেছে হিন্দুদের সংখ্যা। অনেকেই প্রাণ বাঁচাতে ভিন দেশে আশ্রয় নিয়েছেন। স্বাধীনতার প্রাক্কালে দেশে যেখানে জনসংখ্যার ২২ শতাংশ ছিলেন হিন্দু, সেখানে বর্তমানে দেশে হিন্দুদের সংখ্যা ১১.৮ শতাংশ। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত নানা কটূক্তি ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন জাতীয় হিন্দু মহা জোটের নেতারা। সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন ও আলাদা নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছেন তাঁরা।

avilo home

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক অভিযোগ করেছেন, ‘দুর্গাপুজোর সময়ে কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী, রংপুরসহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা চলেছে তার প্রতিবাদ জানাতে গিয়ে ১৭ জন হিন্দু সম্প্রদায়ের গ্রেফতার হয়েছেন। অথচ হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করলে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে কোনও মামলা হয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি। অপরাধীরা অপরাধ করতে আরও উৎসাহিত হয়েছে।’

দেশে সাম্প্রদায়িক হামলার পিছনে রাজনীতির কারবারীদের একাংশ জড়িত বলেও সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়। জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, ‘মুষ্ঠিমেয় রাজনীতিবিদ ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। বিশ্বে দেশের ভাবমূর্তিও ভূলুণ্ঠিত হচ্ছে।’

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

বিশেষ বিজ্ঞপ্তি : সারা দেশে করোনা সংক্রমন নিম্নমুখী। কিন্তু সতর্ক থাকুন। মাস্ক ব্যবহার করুন আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। টিকা নিন আর সুস্থ থাকুন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন