পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের এস এল এস টি নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং রেজাল্ট ও প্রকাশ হবে চলতি সপ্তাহে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কমিশন এবার নতুনভাবে নিয়োগের নিয়মাবলি প্রকাশ করেছে। বিশেষ করে গ্রুপ-সি (Group C) শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এবার নম্বর বিভাজন ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার এবার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য নড়েচড়ে বসেছে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর নড়েচড়ে বসেছে কমিশন
২০১৬ সালের নিয়োগে অনিয়মের অভিযোগে বিগত কয়েক মাস ধরে বিপাকে পড়েছিল রাজ্যের হাজারো শিক্ষক-শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয় আগের প্যানেল, ফলে প্রায় ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। এর ফলে রাজ্য সরকার এবার নতুন করে আবার চাকরির পরীক্ষা নিচ্ছে যেখানে সকলেই গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে কমিশনের তরফ থেকে অবৈধদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং অবৈধদের আর কোনোভাবেই চাকরিতে যোগ দেওয়ানো হবে না বা অবৈধরা নতুন করে এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না।যদিও ‘দাগি নন’ শিক্ষকদের চাকরি আপাতত বহাল থাকলেও, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই সুবিধা মেলেনি।এবার নতুন করে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন।
গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগে নতুন বিজ্ঞপ্তি
কমিশনের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী,
- গ্রুপ-সি পদে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি,
- এবং গ্রুপ-ডি পদে শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি।
এই দুটি বিভাগেই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৩ নভেম্বর ২০২৫ থেকে, যা চলবে ৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে, এবং প্রার্থীদের নির্ধারিত ফি জমা দিতে হবে পোর্টালের মাধ্যমে।
নতুন মার্কিং প্যাটার্ন: যোগ্যতায় ১০, অভিজ্ঞতায় ৫ নম্বর
এসএসসি জানিয়েছে, এবার শিক্ষক নিয়োগে প্রার্থীদের শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর নির্ভর না করে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলাদা নম্বর বরাদ্দ করা হবে। এক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো রয়েছে বিশেষ করে ৬০% এর বেশি তারা দশের মধ্যে ১০ পেয়ে যাবেন।
মোট নম্বর বিভাজন নিম্নরূপঃ
- লিখিত পরীক্ষা (OMR ভিত্তিক): ৬০ নম্বর
- শিক্ষাগত যোগ্যতা: ১০ নম্বর
- কাজের অভিজ্ঞতা: ৫ নম্বর
- মৌখিক সাক্ষাৎকার (Interview): ১০ নম্বর
- কম্পিউটার জ্ঞান ও টাইপিং দক্ষতা: ১৫ নম্বর
অর্থাৎ, প্রার্থীর মোট যোগ্যতা নির্ধারণ হবে ১০০ নম্বরের ভিত্তিতে, যেখানে অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
অভিজ্ঞ প্রার্থীদের বাড়তি সুবিধা
এসএসসি সূত্রে খবর, যারা পূর্বে কোনো সরকারি বা অনুমোদিত বেসরকারি স্কুলে শিক্ষাকর্মী হিসেবে কাজ করেছেন, তাঁদের ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে ৫ নম্বর পর্যন্ত অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। এই ৫ নম্বর সকলে পাবেন না এটি শুধুমাত্র যাদের অভিজ্ঞতা রয়েছে তারাই পাবেন। এটি দীর্ঘদিন ধরে অভিজ্ঞ শিক্ষাকর্মীদের জন্য বড় স্বস্তির খবর, কারণ এবার তাঁদের অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে। বিশেষ করে যারা অভিজ্ঞ তাদের কাজে ফেরানোর জন্যই এই পদক্ষেপ রাজ্য সরকারের।
যোগ্যতার মানদণ্ড ও আবেদন ফি
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে হলে প্রার্থীর অবশ্যই স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক।
এছাড়াও, প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হয়েছে কমিশনের নিয়ম অনুযায়ী।
আবেদন ফি:
- সাধারণ (General) প্রার্থীদের জন্য: ₹400
- তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) ও বিশেষভাবে সক্ষম (PWD) প্রার্থীদের জন্য: ₹150
ফি অনলাইনে জমা দিতে হবে, এবং পেমেন্ট সফল না হলে আবেদন গৃহীত হবে না।
‘অযোগ্যদের তালিকা’ প্রকাশ করবে কমিশন
শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, গ্রুপ-সি ও গ্রুপ-ডি উভয় বিভাগের নিয়োগের জন্য প্রাথমিকভাবে একটি ‘অযোগ্য প্রার্থীর তালিকা’ (Disqualified Candidates List) প্রকাশ করা হবে।
এই তালিকায় থাকবে এমন প্রার্থীদের নাম, যাঁদের ফর্মে ভুল তথ্য বা অসম্পূর্ণ ডকুমেন্ট পাওয়া যাবে।
অন্যদিকে যোগ্য প্রার্থীদের জন্য আলাদা করে অ্যাডমিট কার্ড ও পরীক্ষা তারিখ প্রকাশ করা হবে পরবর্তী ধাপে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
| ধাপ | তারিখ |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকাশ | ২ নভেম্বর ২০২৫ |
| আবেদন শুরু | ৩ নভেম্বর ২০২৫ |
| আবেদন শেষ | ৩ ডিসেম্বর ২০২৫ |
| পরীক্ষার সম্ভাব্য সময় | জানুয়ারি ২০২৬ (অন্তিম সপ্তাহ) |
দীর্ঘ বিতর্ক, মামলা-মোকদ্দমা ও অনিশ্চয়তার পর অবশেষে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের নতুন দিগন্ত খুলছে। এবার যোগ্যতার সঙ্গে অভিজ্ঞতার মূল্যায়ন যুক্ত হওয়ায় প্রার্থীদের জন্য সুযোগ আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে। তাই যারা অবৈধ তাদের আর কোন ভাবে কাজে ফেরানো হবে না কিন্তু যারা বৈধ তাদের কাজে ফেরানোর জন্য অভিজ্ঞতার ভিত্তিতে ৫ নাম্বার যুক্ত করা হয়েছে।
যাঁরা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চান, তাঁদের জন্য এই নিয়োগ এক ঐতিহাসিক সুযোগ হতে পারে। তাই ফর্ম পূরণের আগে সরকারি নির্দেশিকা ভালোভাবে পড়ে আবেদন করুন এবং সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন।














