Bangla News Dunia, Pallab : ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের রায়ের পর চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এনিয়ে এবার বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
ব্রাত্য বলেন, ‘বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, মানবিক ও রাজনৈতিকভাবে তাঁদের পাশে থাকব।’ শিক্ষামন্ত্রীর কথায়, ‘আপনারা যেটা বলছেন এক দলের বেতন ফেরত দেওয়া হবে, এক দলের ফেরত দেওয়া হবে না, এটা তো সুপ্রিম কোর্টের রায় দেখে বলছেন। এসএসসির তথ্যের উপর বলছেন। আপনারা যে বলছেন, এসএসসি যোগ্য-অযোগ্য ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন, কোর্ট সম্পূর্ণ সন্তুষ্ট হয়নি।’
চাকরিহারাদের অনেকেই এদিন থেকে স্কুলে যাচ্ছেন না। এ প্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘আমার মনে হয় এই তথ্য ঠিক নয়। কাল মুখ্যমন্ত্রী তাঁদের কী করণীয়, তা বলে দিয়েছেন।’ চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর মানবিক বার্তার উপর ভরসা রাখারও আর্জি জানান তিনি।।’