রাজ্যজুড়ে আজ ঝমঝমিয়ে বৃষ্টি, টানা দুর্যোগ, কোন কোন জেলায়? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যে আবারও সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ। ফলে লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। কখনও রোদ, কখনও মেঘের আনাগোনা। তবে স্বাধীনতা দিবসের দিনও বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গে।

দিন কয়েক ধরে গুমোট আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আকাশে জমছে মেঘ। আবহবিদদের মতে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার মিলিত প্রভাবে আগামী দু’-তিন দিন রাজ্যের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু জায়গায় হতে পারে ভারী বর্ষণও। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি।

১৫ অগাস্ট কোথায় কোথায় বৃষ্টি?
আজ, স্বাধীনতা দিবস, ১৫ অগাস্টে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি রয়েছে।

এছাড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ গোটা দক্ষিণবঙ্গেই হালকা বৃষ্টি হবে। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
শুক্রবার উত্তরবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:- মেদ কমানোর ইনজেকশনে চোখের মারাত্মক ক্ষতির আশঙ্কা, নতুন গবেষণায় চাঞ্চল্য

আরও পড়ুন:- রাস্তায় কুকুর কামড়ালে প্রথমেই কী করতে হয়? জানা থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন