Bangla News Dunia, Pallab : মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর কর্তৃক এই নিয়োগের বিজ্ঞপ্তি ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে প্রার্থীদের শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করার সুযোগ দেওয়া হবে। রাজ্য সরকারের অধীনে এই সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীদের জন্য নিজের এলাকায় অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করার দারুন সুযোগ রয়েছে।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
সর্বপ্রথমে আলোচনা করা যাক এই নিয়োগের শূন্য পদ সম্পর্কে :
যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে প্রার্থীদের সামাজিক স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এবং প্রার্থীদের নিয়োগ করা হবে স্বাস্থ্য দপ্তরের অধীনে। তবে তাদের কর্মস্থল হবে নির্দিষ্ট জেলার নির্দিষ্ট স্বাস্থ্য কেন্দ্র গুলিতে। এক্ষেত্রে প্রার্থীর আবেদন জানাতে পারবেন কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকলে। এছাড়া উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন তবে নিয়োগ পদ্ধতি মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে করা হবে। প্রার্থীরা সাধারণত সর্বাধিক ৪০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন এবং যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তাদের ন্যূনতম বয়স থাকতে হবে ২২ বছর এবং অন্যান্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স থাকতে হবে ৩০ বছর।
এবার আলোচনা করা যাক এর আবেদন পদ্ধতি সম্পর্কে :
যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকবে এবং সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য কেন্দ্রের গুলিতে আবেদন করার যোগ্যতা রাখে এ সমস্ত প্রার্থীদের একটি আবেদন পত্র অফলাইন মাধ্যমে জমা করতে হবে –
- অফলাইন আবেদনপত্র পাওয়া যাবে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে
- এরপর ওই আবেদন পত্রটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং তারপর প্রিন্ট আউট বের করে নিতে হবে
- প্রিন্ট আউট কপির উপর যথাস্থানে নির্দেশমতো জরুরি তথ্য পূরণ করতে হবে
- এরপর ওই আবেদনপত্রের যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে
- প্রার্থীকে আবেদন পত্রের সঙ্গে বেশ কিছু তার প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের জেরক্স কপি ও জমা করতে হবে
- এরপর সবগুলি একটি খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে জমা করতে হবে
জরুরী ডকুমেন্টসমূহ : আপনি যদি এক্ষেত্রে আবেদন করতে চান তাহলে আপনার সঙ্গে যথাযথ সমস্ত ডকুমেন্টসগুলির জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে যেমন,
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত জরুরি ডকুমেন্ট
- বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট কার্ড
- পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি
- বাসিন্দা প্রমান
- আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা অন্যান্য পরিচয় পত্র
- প্রার্থীদের বিবাহ সম্পর্কিত বিভিন্ন জরুরি ডকুমেন্ট
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- অন্যান্য জরুরি ডকুমেন্ট
নিয়োগ প্রক্রিয়া কি :
আপনি যদি উপরোক্ত যোগ্যতা গুলি পরিপূর্ণ করেন তাহলে আপনার জন্য এক্ষেত্রে আবেদনপত্র জমা করার পর ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ আপনি যদি সফলতা অর্জন করেন তাহলে আপনাকে এই পদের জন্য সরাসরি নিযুক্ত করা হবে। এছাড়াও নিয়োগ পদ্ধতির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। বিস্তারিত জানতে অফিসের নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন।