রান্নার গ্যাসে ভর্তুকি একেবারে বন্ধ হচ্ছে! ভর্তুকি পেতে হলে আজই এই কাজ সেরে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রান্নার গ্যাসে ভর্তুকি যত দিন যাচ্ছে ততই কমিয়ে দেওয়া হচ্ছে সরকারের তরফে এবং এই কারণের জন্য সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দিন দিন সকল জিনিসে দাম আকাশ ছোয়া দামের হয়ে যাওয়ার জন্য সকলেই খুব কষ্টে দিন কাটাচ্ছেন এবং সকলের রোজগার খুব একটা বৃদ্ধিও পাচ্ছে না সেটা সরকারি চাকরিতে হোক না বেসরকারি চাকরিতে।

রান্নার গ্যাসে আর ভর্তুকি নয়?

কিন্তু এখন সাধারন গ্রাহকরা খুবই কম ভর্তুকি পান এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা শুধুমাত্র কিছুটা হলেও বেশি ভর্তুকি পেয়ে থাকেন। আর এবারে এই সকল গ্রাহকদের ভর্তুকির টাকা সময় মত নিজেদের একাউন্টে পেতে হলে কিছু নিয়ম মানতেই হবে নইলে এই টাকাও বন্ধ হয়ে যাবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

দেশের সকল BPL Ration Card তালিকা ভুক্ত বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে সাহায্য প্রদান করা হয় সরকারের তরফে। বছরে ১২ টা করে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারা যায় এই স্কিমের মাধ্যমে এবং প্রত্যেক সিলিন্ডারে মাথাপিছু ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। কিন্তু এই টাকা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই।

LPG ভর্তুকি বন্ধ কিসের কারণে?

যেহেতু এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে দেওয়া হয়ে থাকে সেই কারণের জন্য যাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা নেই তাদের এই টাকা পেতে অনেক সমস্যা হচ্ছে এবং এই কাজ না করলে ফের টাকা পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে সকলকে। আর তাহলে এবারে জেনে নেওয়া যাক কীভাবে এই লিংক সম্পন্ন করে টাকা পাওয়া যাবে।

প্রথমেই এই কাজের জন্য সকলকে My LPG ওয়েবসাইটে যেতে হবে, এবারে ১৭ সংখ্যার আইডি সকলকে ইনপুট করে দিতে হবে এবং নিজেদের মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। এছাড়াও ২০২৩ সালের শেষের দিক থেকে এই নিয়ম সকলের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং যারা এখন এই নিয়ম মানেনই তারা এই টাকা পাবেন না।

তাই যেই টুকু ভর্তুকি দেওয়া হচ্ছে সেই টাকা পেতে হলে সরকারের তরফে চালু করা সকল নিয়ম মানতেই হবে। আর যতটা তাড়াতাড়ি সম্ভব সকলের উচিত যে এই কাজ সেরে ফেলা নইলে শেষমেশ নিজেদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য।

আরও পড়ুন:- মাত্র ৫ হাজার টাকায় কলকাতা থেকে ৭টি দুর্দান্ত ট্রিপ, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- নববর্ষে খুশির খবর! রোজভ্যালির টাকা ফেরত পেতে চলেছেন ৭.৫ লক্ষ মানুষ

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন