Bangla News Dunia, Pallab : রাশিয়া থেকে খনিজ তেল (Russian crude oil) কেনা নাকি বন্ধ রেখেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। এমনই দাবি করা হয়েছিল এক সংবাদ সংস্থার রিপোর্টে। সেই দাবির উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Doland Trump) জানালেন, এটা খুব ভাল সিদ্ধান্ত। তবে রিপোর্টের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।
আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !
শুক্রবার সেই রিপোর্টে দাবি করা হয়, ভারতের (India) রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা রাশিয়া থেকে আপাতত খনিজ তেল কেনা বন্ধ রেখেছে। এদিকে ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। সেই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে ‘জরিমানা’ও দিতে হবে। এরপরই এই রিপোর্টটি প্রকাশ্যে আসে। যা নিয়ে হইচই পড়ে যায়। এবিষয়ে প্রশ্ন করা হলে শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি বুঝতে পারছি, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমি অন্তত সেটাই শুনেছি, সত্যি কি না জানি না। এটা একটা ভাল সিদ্ধান্ত। দেখা যাক কী হয়।’
#WATCH | “I understand that India is no longer going to be buying oil from Russia. That’s what I heard, I don’t know if that’s right or not. That is a good step. We will see what happens…” says, US President Donald Trump on a question by ANI, if he had a number in mind for the… pic.twitter.com/qAbGUkpE12
— ANI (@ANI) August 1, 2025
এদিকে গতকালই এবিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছিলেন, এমন কোনও পদক্ষেপ সম্পর্কে কেন্দ্র অবহিত নয়। বাজারে কে কী দাম নিচ্ছে এবং সার্বিক বিশ্ব পরিস্থিতির দিকে নজর রেখে জ্বালানির চাহিদা পূরণ করা হয়ে থাকে। রাশিয়ার খনিজ তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত। এর আগে পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারত তেল কিনলেও রাশিয়া (Russia) এবং ইউক্রেনের সংঘর্ষ শুরুর পর থেকে এই সমীকরণ বদলে গিয়েছে। আমেরিকার দাবি, এর ফলে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার সুবিধা হচ্ছে। যদিও ভারত প্রথম থেকেই এবিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।
আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা