Railway Tatkal Ticket News: ভারতের মতো উন্নয়নশীল দেশে রেল মাধ্যমে সব থেকে বেশি যাত্রী যোগাযোগ করে থাকেন। আমাদের দেশে রেলের মাধ্যমে সবথেকে বেশি যাত্রী যাতায়াত করে। কারণ রেল যোগাযোগ অন্যান্য পরিবহন থেকে অনেকটাই সুলভ এবং সস্তা। তাই ভারতবর্ষের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের পছন্দের তালিকায় সর্বপ্রথমে ভারতীয় রেল থাকে। ভারতীয় রেল পরিবহনের ক্ষেত্রে অনেক সময় নতুন নতুন গাইডলাইন জারি করে থাকেন। বর্তমানে ভারতীয় রেলের তরফে এমনই এক গাইডলাইন জারি করা হয়েছে। এই গাইডলাইন ভারতীয় রেলের আইআরসিটিসি (IRCTC) তরফে জারি করা হয়েছে।
নতুন গাইডলাইন অনুযায়ী এবার থেকে ট্রেনের টিকিট কাটার জন্য আধার কার্ড বাধ্যতামূলক। তাই যাদের আধার কার্ড নেই অথবা আধার কার্ডে কোন সমস্যা রয়েছে তারা ভারতীয় রেলের টিকিট করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যাদের আধার কার্ডে সমস্যা রয়েছে তারা কি করবেন? এছাড়াও ভারতীয় রেলের নতুন গাইড লাইনে কি রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো। তাই যে সমস্ত যাত্রীরা ট্রেনে নিত্য যাতায়াত করেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।
সম্পর্কিত পোস্ট
WBSEDCL Recruitment 2025 : ম্যানেজার সহ জুনিয়র ইন্জিনিয়ার পদে ৪৪০+ নিয়োগ, এখনই আবেদন করুন

কেন এই নতুন নিয়ম লাগু করা হবে?
ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন অনলাইনে ভারতীয় রেলে কোটি কোটি টিকিট বুকিং হয়। অনেক সময় দেখা যায় টিকিট খোলার প্রথম কয়েক মিনিটেই সেগুলি এজেন্ট বা সফটওয়্যারের মাধ্যমে ব্লক হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষদের ভোগান্তি হয়। অনেক সময় দেখা যায় সাধারণ যাত্রীরা রেলের টিকিট কাটতে পারে না। ফলে সাধারণ যাত্রীরা তখন টিকিট পাওয়ার সুযোগ হারান। এই সমস্যা কমাতে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে রেলের টিকিট বুকিং করার ক্ষেত্রে স্বচ্ছতা আসবে। রেলের যাত্রীরা অধিকাংশ ক্ষেত্রে উপকৃত হবে।
কিভাবে এই নিয়ম কাজ করবে?
প্রথম ১৫ মিনিটে কেবল আধার অথেন্টিকেশন সম্পন্ন করা যাত্রীরাই টিকিট বুক করতে পারবেন। অর্থাৎ, এই সময়ে টিকিট কাটতে গেলে আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে লগইন করার পর আধার যাচাই করতে হবে। যাচাই সফল হলে বুকিং সম্পন্ন করা যাবে। আঁধার অথেন্টিসিটি না করতে পারলে আর টিকিট বুকিং করা যাবে না। তাই যে সমস্ত ব্যক্তিদের আধার কার্ড নেই অথবা আধার কার্ডে কোন সমস্যা রয়েছে তাদের অযথা চিন্তার কোন কারণ নেই। এই ক্ষেত্রে যাত্রীদের টিকিট করার ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পর তার টিকিট বুকিং প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে।
কোন কোন যাত্রীদের জন্য আধার বাধ্যতামূলক:
ভারতীয় রেলের নতুন নিয়ম অনুসারে টিকিট বুকিং এর ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হয়েছে তবে কোন কোন যাত্রীদের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক তা নিম্নে দেয়া হলো।
১. ভারতীয় রেলে টিকিট বুকিং শুরুর প্রথম ১৫ মিনিটে সকল যাত্রীর জন্য আধার বাধ্যতামূলক করা হয়েছে।
২. তৎকাল বুকিং বা স্পেশাল ট্রেনের ক্ষেত্রেও আধার কার্ডের একই নিয়ম প্রযোজ্য হবে।
৩. এছাড়াও যারা আধার অথেন্টিকেশন করবেন না, তাদের জন্য বুকিং উইন্ডো ১৫ মিনিট পরে খুলবে।
ভারতীয় রেলের বক্তব্য:
ভারতীয় রেলে টিকিট করার ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজনীয়তার কারণে অনেকের সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ অনেকের কাছেই আধার কার্ড নেই, অনেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। গ্রামাঞ্চলের যাত্রীদের অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে আধার অথেন্টিকেশন ব্যর্থ হতে পারে। এই নিয়ে ভারতীয় রেল তরফে বিবৃতি জারি করা হয়েছে। এই বিবৃতিতে ভারতীয় রেলের তরফে বলা হয়েছে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করার ফলে নকল অ্যাকাউন্ট কমবে। বেআইনি সফটওয়্যারের ব্যবহার রোধ হবে এবং অবৈধভাবে আর কেউ টিকিট বুকিং করতে পারবেনা। টিকিট কালোবাজারি অনেকাংশে বন্ধ হবে। এর ফলে সাধারণ মানুষেরাও নিজের ইচ্ছামতার ক্রিকেট বুকিং করতে পারবে। সাধারণ যাত্রীরা টিকিট পাওয়ার ন্যায্য সুযোগ পাবেন। এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে ভারতীয় রেলের এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন। অনেকে বলেছেন এর ফলে সাধারণ যাত্রীদের অধিক হয়রানির শিকার হতে হবে।
আরও পড়ুন
লক্ষীর ভান্ডারে ডাবল সুবিধা! এর পাশাপাশি অন্য প্রকল্পে সরাসরি সুবিধা -WB Lashmir Bhandar Benefit














