Railway Clerk Job Recruitment: কিছুদিন আগে ভারতীয় রেলের NTPC পদে কর্মী নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, এই পরীক্ষা সম্পূর্ণ হতে না হতেই পুনরায় নতুন করে ভারতীয় রেলের তরফে ৮,৮৫০টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। রেলের NTPC রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে পারবেন। তাই যারা দীর্ঘদিন যাবত ভারতীয় রেলের কর্মী নিয়োগের অপেক্ষায় বসেছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে মূলত রেলওয়ে স্টেশন মাস্টার এবং অন্যান্য ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে এক বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা- পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। তাই আগ্রহীরা প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।
সম্পর্কিত পোস্ট
পোস্ট অফিসেও লক্ষীর ভান্ডার! মহিলারা পাবেন ১০-১২ হাজার টাকা মাসে – Post Office Lakshmir Bhandar

পদের নাম :
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হল-
- • স্টেশন মাস্টার পদ।
- • ক্লার্ক পদ।
মোট শূন্য পদের সংখ্যা :
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ৮,৮৫০ টি। ক্যাটাগরি অনুযায়ীপদের সংখ্যা ভিন্ন রয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
আবেদন যোগ্যতা :
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্যাজুয়েশন সম্পূর্ণ থাকতে হবে। স্টেশন মাস্টার পদে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৬ বছর এবং ক্লার্ক পদে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া :
অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তার জন্য আবেদনকারী কে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in সাহায্য নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদনপত্র চলাকালীন চাকরি প্রার্থীদের নির্দিষ্ট কিছু নথি আপলোড দিতে হবে। আবেদন পত্রটি সম্পন্ন হলে, ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
প্রয়োজনীয় নথিপত্র :
ভারতীয় রেলের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তাই পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক পাশ এবং গ্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারী যদি সংরক্ষণের সুবিধা নিতে চায় তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং বৈধ একটি ব্যাংক পাসবুক থাকতে হবে।
আবেদন মূল্য :
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন মূল্য হিসেবে জেনারেল চাকরি প্রার্থীদের ৫০০ টাকা। SC/ST/PwBD/Female/Ex- Serviceman চাকরি প্রার্থীদের ২৫০ টাকা প্রদান করতে হবে।
আবেদন তারিখ :
অনলাইন আবেদন প্রক্রিয়া গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহ থাকা সত্ত্বেও যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি তারা অন্তিম সময়ের পূর্বে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
এছাড়াও ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে NTPC পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি দেখতে পারেন। আমাদের প্রতিবেদন এর নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে।
আরও পড়ুন
PNB Bank Recruitment : কয়েকশো পদে ফ্রেশার নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন –














