রেশন কার্ডের নাম, ঠিকানা, জন্ম তারিখ সংশোধন করুন অনলাইনে – দেখে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনার রেশন কার্ডে কি নাম ভুল? নাকি বাবা বা স্বামী বা মায়ের নাম ভুল রয়েছে। অথবা আপনার রেশন কার্ডে জন্ম তারিখ বা ঠিকানা ভুল রয়েছে। এককথায়, আপনার রেশন কার্ডের যাবতীয় ভুল এখন সংশোধন করতে পারবেন অনলাইনে কয়েক মিনিটের মধ্যে। এরজন্য দিতে হবে না কোনো টাকা। সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডের ভুল সংশোধন করতে পারবেন।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

রেশন কার্ড অনলাইন সংশোধন (Ration Card Online Correction West Bengal) করার পর, আপনি একটি সঠিক সংশোধিত রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই e-Ration Card আপনি যে কোনো কাজে, যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।

রেশন কার্ড অনলাইন সংশোধন পদ্ধতি – Ration Card Online Correction West Bengal:

১) প্রথমে আপনাকে Ration Card এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি Ration Card এর অফিসিয়াল পোর্টালেও আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Self service of Ration Card অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Rectify /Update Ration Card অপশনে ক্লিল করুন।

৪) এরপর পরবর্তী পেজে যার রেশন কার্ডের ভুল সংশোধন করবেন, তার রেশন কার্ড নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৫) এরপর কি কি (নাম,জন্ম তারিখ,লিঙ্গ,অভিভাবক নাম,ঠিকানা) সংশোধন করতে চান, সেই সকল বক্সে টিক মার্ক করুন।

৬) এরপর নিচের Aadhaar Authenticate বক্সে টিক মার্ক করে Send OTP তে ক্লিক করুন।

৭) আধার কার্ডের মধ্যে লিংক করা মোবাইল নম্বরে OTP আসবে, তা উল্লেখ করুন।

৮) এরপর আধার কার্ডের তথ্য চলে আসবে, এরপর Verify এ ক্লিক করুন। এবং সংশোধিত নাম/অভিভাবক নাম উল্লেখ করুন ও সাবমিট করুন।

৯) আপনার রেশন কার্ড সংশোধন হয়ে যাবে।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন