লটারি জিততে চান ? লটারি টিকিট ক্রয়ের আগে এই ৭টি কৌশল শিখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : ভাগ্য পরীক্ষা করতে ভালোবাসেন অনেকেই। তাই লটারি টিকিট কাটেন ও অর্থপ্রাপ্তির আশা করেন। কিন্তু জানেন কি কৌশল (Lottery Tips) না জেনে লটারি টিকিট কাটলে লাভের বদলে লসই হবে। তাই যদি লটারি টিকিট কেটে টাকা পেতে চান তবে এই সাত কৌশল জেনে নিন।

Lottery Tips To Win Jackpot

অনেক সময় দেখা যায় একটিমাত্র লটারির টিকিট কেটে কোনো ব্যক্তি কোটি টাকার মালিক হয়েছেন। আবার অনেক সময় এও দেখা যায়, হাজারটা টিকিট কেটেও ভাগ্যের শিকে ছেঁড়েনি। আসলে অনেক পারদর্শী মানুষ আছেন, যারা লটারিতে টাকা জেতার কৌশল (Lottery Tips) জানেন। তাঁরা প্রায় প্রত্যেক সপ্তাহে লটারি কাটেন আর পুরস্কার পান।

লটারি টিকিট কেটে পুরস্কার জিতবেন কিভাবে?

হঠাৎ করে অর্থ লাভ করতে কে না চান? আবার এও সত্যি যে, যাঁর যত বেশি টাকা আছে, তিনি আরও বেশি অর্থপ্রাপ্তির আশা করেন। এই আশা থেকেই বহু মানুষ লটারি টিকিট কাটেন বা ফাটকা খেলেন। কিন্তু লটারি কিংবা ফাটকা কোনোটাই অর্থপ্রাপ্তির সহজ পথ নয়। অনেক সময় লোকসান হয় আর দেনার দায় বাড়ে। এ বিষয়ে জ্যোতিষীরা জানাচ্ছেন, লটারি কাটতে যাওয়ার আগে, অথবা অর্থপ্রাপ্তি করতে যাওয়ার আগে কয়েকটি টোটকা মানা জরুরি। তাতে লাভের সম্ভাবনা বেড়ে যায়।

লটারিতে টাকা জেতার সেরা সাত কৌশল

১) দোকান থেকে সোনা বা রুপোর মুদ্রা কিনে আনুন। আর তারপর সেটিকে ছোট্ট লাল কাপড়ে করে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে আপনার টাকা কখনও হাতছাড়া হবে না।

২) হিন্দুধর্মে গরুকে মাতৃজ্ঞানে গো মাতা রূপে পুজো করা হয়। তাই গো মাতাকে যদি গুড় বা গুড় মাখানো রুটি খাওয়ান, তাতে কোষ্ঠীতে বৃহস্পতি বলবান হবে। যার ফলে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

৩) যেদিন লটারি কাটতে যাবেন, সে দিন সকালে উঠে স্নান করে মা লক্ষ্মীর আরাধনা করা উচিত। আর তার সঙ্গে জপ করুন লক্ষ্মীমন্ত্র

৪) নিয়মিত সূর্যপ্রণাম করা উচিত। এতে আপনার অর্থভাগ্য উন্নত হবে।

৫) বাড়িতে শ্রীযন্ত্র কিনে এনে রাখতে পারেন। এতে বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। সেটিকে প্রতি দিন স্নানের পর ধূপকাঠি দেখিয়ে পুজো করতে হবে।

৬) পিঁপড়েদের চিনি খেতে দিন। এ কাজ করলেও হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়।

৭) আপনার মানিব্যাগে সর্বদা তিনটি তামার কয়েন রেখে দিতে হবে। এতে কোনো আর্থিক ক্ষতি হবে না।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন