লাভ দ্বিগুণ, মাসিক আয় ₹৫০,০০০ শুধু এই কাজ করে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab সাধারণত অনেকেই নিজের পায়ে দাঁড়াতে চাই এবং এর জন্য সবথেকে বড় পছন্দনীয় কেরিয়ার ঠিক করে ব্যবসা নিয়ে। তবে শুধু ব্যবসা শুরু করলে হবে না ব্যবসার কিছু নিয়ম মেনে চলতে হবে তাহলেই অতি সহজে সাফল্য লাভ করা যাবে। এবার আপনার জন্য এমন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেখানে যত পুঁজি খাটাবেন তার দেখুন লাভ করতে পারবেন। তাহলে দেরি না করে শেষ পর্যন্ত পূরণ এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

 বর্তমান দিনে অনেকেই স্থায়ী চাকরির পরিবর্তে নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেন অনেকেই। তবে ব্যবসা শুরু করার কথা ভাবলেই প্রথম প্রশ্ন আসে—”প্রাথমিক বিনিয়োগ কত লাগবে?” সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। 

যাদের হাতে বড় পুঁজি নেই, তাদের জন্য এসপ্রেসো কফি কার্ট ব্যবসা হতে পারে দারুণ লাভজনক এবং ঝুঁকিমুক্ত একটি স্টার্টআপ আইডিয়া।

মাত্র ₹৭৫,০০০–₹১,০০,০০০ বিনিয়োগে মাসে ₹৫০,০০০ + পর্যন্ত আয় সম্ভব তাও মাসে মাসে। আসুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে এই ব্যবসা কাজ করে, কত টাকা লাগবে, এবং লাভের সম্ভাবনা কতটা।

কেন এসপ্রেসো কফি?

কফি মার্কেটের দ্রুত বৃদ্ধি

ভারতে চায়ের পাশাপাশি কফির জনপ্রিয়তা গত কয়েক বছরে কয়েকগুণ হারে বেড়েছে। বিশেষ করে এসপ্রেসো কফি কফিপ্রেমীদের প্রথম পছন্দ হয়ে দাড়িয়েছে।

২০২২ সালের তথ্য অনুযায়ী, ভারতের কফি বাজারের আকার ছিল প্রায় ₹১৫,১৬৪ কোটি টাকার মতো। এর মধ্যে ৫১% মার্কেট শেয়ার ছিল শুধুমাত্র এসপ্রেসো কফির দখলে বলে রিপোর্ট।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন