Bangla News Dunia, Pallab : আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ৭৯ তম স্বাধীনতা দিবসে শুক্রবার লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে তার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসিম মুনিরের নাম না করে স্পষ্ট ভাষায় তিনি বলে দিলেন, ‘ভারত কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল বরদাস্ত করবে না।’
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR
ভারতকে পূর্ব দিক থেকে আক্রমণের হুমকি দিয়েছিলেন মুনির। তিনি বলেছিলেন, ‘আমরা পরমাণু শক্তিধর দেশ। আমরা যদি ডুবি, অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবব।’ একই সঙ্গে গুজরাটের জামনগরে আম্বানিদের তেল শোধনাগারে হামলার হুঁশিয়ারিও শোনা গিয়েছিল মুনিরের মুখে।
এ দিন কার্যত তার জবাব দিলেন মোদী। পাকিস্তান বা মুনিরের নাম মুখে আনেননি তিনি। তবে তাঁর ইঙ্গিত যে এই দিকেই ছিল তা স্পষ্ট। মোদীর কথায়, ‘পরমাণু হামলার হুমকি আমরা বরদাস্ত করব না। দীর্ঘদিন ধরে নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করছি। কিন্তু আর নয়। এই ধরনের চেষ্টা হলে আমাদের সেনা তার উপযুক্ত জবাব দেবে।’
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট