শর্টসার্কিট থেকে গ্রামে আগুন ! পুড়ে ছাই বহু বাড়ি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শর্টসার্কিট থেকে আগুন (Fire)! পুড়ে ছাই প্রায় শতাধিক বাড়ি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) ইয়াদগির জেলার জালিবেঞ্চি গ্রামে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অগ্নিকাণ্ডে ২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। তাতে দেখা যাচ্ছে, প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে শর্টসার্কিটের ফলে আগুনের ফুলকি বেরোতে থাকে। ক্রমে তা পার্শ্ববর্তী বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় অন্তত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পুড়ে গিয়েছে বহু আসবাবপত্র ও নথি। গতকাল গভীর রাতে যখন ঘটনাটি ঘটে, তখন এলাকার সবাই ঘুমিয়ে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তবে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা গ্রামে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন