শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে ২৩ জেলাই উপকৃত হবে, কর্মসংস্থান ১৫ হাজার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ‘বাংলার ঐতিহাসিক প্রকল্প। শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে (Jindal Power Project) এ রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে। ১৫ হাজার জনের কর্মসংস্থান হবে।’ সোমবার শালবনিতে তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস কর্মসূচিতে এসে এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উপস্থিত রয়েছেন সজ্জন জিন্দাল এবং তাঁর পুত্র পার্থ জিন্দল। এছাড়াও রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাসের পাশাপাশি শিলান্যাস হল ২০০০ একরের শিল্প পার্কেরও।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

মমতা জানান, ‘১৬০০ কোটি টাকা খরচ হবে। আগামীকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব। আগে বলা হত, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়। আরও দুটো তাপবিদ্যুৎকেন্দ্র হবে জিন্দালদের।’

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন