‘শীঘ্রই মৃত্যু হবে’, পুতিনের স্বাস্থ্য নিয়ে বিস্ফোরক দাবি জেলেনস্কির

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কয়েকমাস ধরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) স্বাস্থ্য নিয়ে নানা গুজব রটছে। এবার এই গুজবের মধ্যেই পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাঁর দাবি, শীঘ্রই মৃত্যু হবে পুতিনের! সেই সঙ্গে দুই দেশের মধ্যে যুদ্ধের অবসান ঘটাবে। বুধবার প্যারিসে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘তিনি (পুতিন) শীঘ্রই মারা যাবেন এবং এটি সত্য। এরপরই যুদ্ধ শেষ হবে।’ তবে পুতিনের অসুস্থতার খবর কোন সূত্র মারফত পাওয়া গিয়েছে, তা স্পষ্ট করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

৭২ বছর বয়সি রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জল্পনা যদিও এই প্রথম নয়। তাঁর অবিরাম কাশতে থাকা, আচমকাই হাত-পা ঝাঁকুনি দিয়ে ওঠার ভিডিও এই গুজবকে আরও বাড়িয়ে তুলেছে। ২০২২ সালেও একটি ভিডিওতে দেখা যায় যে, পুতিন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের সময় টেবিল ধরে চেয়ারে বসে আছেন। এছাড়াও কখনও পুতিন পারকিনসন রোগে ভুগছেন, আবার কখনও তাঁর ক্যানসারের সঙ্গে লড়াই করার খবরও প্রকাশিত হয়েছে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তবে ক্রেমলিন প্রথম থেকেই এই ধরনের সমস্ত দাবি অস্বীকার করে এসেছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন