‘শেখ হাসিনার থেকেও মারাত্মক পরিণতি হবে ইউনূসের,’ বিস্ফোরক মন্তব্য কাদের সিদ্দিকির

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে মুহাম্মদ ইউনূসের পরিণতি হবে শেখ হাসিনার থেকেও মারাত্মক।’ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লিগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকি।

শনিবার মকরাই দিবসে কাদেরদিয়া বাহিনীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘আমি অধ্যাপক ড. ইউনূসকে শ্রদ্ধা করতাম। তবে যদি ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হয় তবে শেখ হাসিনার থেকেও ১০ গুণ খারাপ পরিণতি হবে তাঁর।

বাংলাদেশের ঐতিহ্যের উপর আঘাত করা হচ্ছে বলে মনে করছেন কাদের সিদ্দিকি। তাঁর কথায়, ‘বঙ্গবন্ধুর অসম্মান, দেশের অসম্মান। স্বাধীনতার অসম্মান। আমরা এর ন্যায়বিচার চাই।’

নাহিদ ইসলাম সম্পর্কে তাঁর মন্তব্য, ‘বঙ্গবন্ধু যদি জাতির জনক না হন তবে কে? কিছু বলার আগে ওঁর ভেবে বলা উচিত।’

জাতি এবং ধর্মের ভিত্তিতে ভেদাভেদের বিরোধিতা করেন কাদের সিদ্দিকি। তবে তাঁর মতে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আল্লার ইচ্ছেতেই। এতে অন্য কারও কোনও হাত ছিল না। তিনি বলেন, ‘মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল। সে কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কোনও অন্যায় হলে আমি, কাদের সিদ্দিকি যতদিন বাঁচব লড়াই করব।’ তাঁর সংযোজন, ‘আইনের পথে বিচার হোক ওঁর। যদি দোষী সাব্যস্ত হন তবে শাস্তি পান। আমি সে দায়িত্ব নেব। শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা এক নন। যতদিন বাংলাদেশ রয়েছে, জয় বাংলা বলবই। কেউ যদি শেখ হাসিনার সঙ্গে অন্যায় করেন, তবে যতদিন বাঁচব লড়ে যাব।’

স্বাধীনতা সংগ্রামীদের ভাতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন কাদের সিদ্দিকি। তাঁর মতে, ‘আমরা কোনও দানছত্র খুলিন। পরিচিতির বিষয় এটি। যুদ্ধ সত্যই কঠিন। আমরা কেবলমাত্র আল্লা এবং তাঁর প্রতিনিধিদের ভয় পাই, কোনও কর্তৃপক্ষকে নয়।’

আরও পড়ুন:- মাত্র ১২ টাকায় পাবেন ৩ লাখ টাকার সুবিধা। দুর্দান্ত স্কিম চালু করলো এই ব্যাংক

আরও পড়ুন:- ‘গুজরাত ফাইলস করার দম হল না ?’ বিবেককে তোপ কুণালের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন