শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন ? কি কি ডকুমেন্টস, কত টাকা পাবেন, দেখুন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প চালু করেছেন, যার নাম শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করেছেন। মহিলাদের জন্য যেমন রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, ঠিক তেমনি মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প ও রুপশ্রী প্রকল্প।অপরদিকে কৃষকদের জন্য রয়েছে কৃষক বন্ধু (নতুন) প্রকল্প।

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন, শ্রমশ্রী প্রকল্পে কত টাকা করে মাসে দেওয়া হবে ও কি কি সুবিধা থাকবে এই প্রকল্পের মাধ্যমে। এছাড়াও শ্রমিকেরা কিভাবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবে? বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে।

শ্রমশ্রী প্রকল্প কি ও শ্রমশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন। যার নাম শ্রমশ্রী প্রকল্প। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যেসকল শ্রমিক রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য কিংবা বাংলা শ্রমিক বলে অত্যাচারিত ও বিতারিত হয়েছেন, তাদের আর্থিক ভাবে সাহায্য করাই শ্রমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য।

শ্রমশ্রী প্রকল্পে কত টাকা করে মাসে পাওয়া যাবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার সাথে সাথেই তাদের ৫০০০ টাকা দেওয়া হবে। এরপর যতদিন শ্রমিকেরা কাজ পাচ্ছে না প্রথম ১২ মাস তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে।

শ্রমশ্রী প্রকল্পে কি কি সুবিধা মিলবে?

বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে এলে, সঙ্গে সঙ্গে তাঁদের হাতে ৫ হাজার টাকা দেওয়া হবে। তারপর স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী কার্ড তাদের দেওয়া হবে। যদি পরিযায়ী শ্রমিকদের বাড়ি থাকে,তাহলে ভাল। আর যদি না থাকে, তাহলে কমিউনিটি কিচেনে খাবারের ব্যবস্থা করা হবে। এছাড়াও এইসকল শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জব কার্ড প্রদান করা হবে। সেই সঙ্গে তাঁদের বাচ্চাদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন? শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার শর্ত কি?

১) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) ভিন রাজ্যে (পশ্চিমবঙ্গের বাইরে) কাজ করা শ্রমিকেরা আবেদন করতে পারবেন।
৩) পশ্চিমবঙ্গের যেসকল পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে কাজে গিয়ে বিভিন্ন কারনে, কাজ হারিয়ে ফিরে আসছেন, শুধুমাত্র তাঁদের জন্য এই প্রকল্প।

শ্রমশ্রী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন না?

১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, এমন শ্রমিকেরা।
২) পশ্চিমবঙ্গের মধ্যেই কাজ করছে, এমন শ্রমিকেরা আবেদন করতে পারবেন না।
৩) রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজ করছে,কিন্তু বাড়ি ফিরে আসেনি। এমন শ্রমিকেরা আবেদন করতে পারবেন না।

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

১) পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) আধার কার্ড, ভোটার কার্ড / রেশন কার্ড,
৩) পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণপত্র,
৪) ব্যাঙ্কের পাশবই,
৫) অন্য রাজ্যে কাজ করছে তার প্রমাণের নথি।

শ্রমশ্রী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতি? শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন ভাবে আবেদন জানাতে পারবেন, বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আগে থেকেই একটি পোর্টাল চালু করা রয়েছে, শ্রমিকেরা সেখানেও আবেদন জানাতে পারবেন। এরপর পাশাপাশি শ্রমশ্রী প্রকল্পের জন্য নতুম একটি শ্রমশ্রী পোর্টাল চালু হবে, সেখানেও পরিযায়ী শ্রমিকেরা নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে, পরিযায়ী শ্রমিকেরা সেখানেও তাদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী B.D.O অফিসে গিয়েও পরিযায়ী শ্রমিকেরা আবেদন জানাতে পারবেন।

পরিযায়ী শ্রমিকেরা কিভাবে পরিযায়ী পোর্টালে(কর্মসাথী পোর্টালে) নাম নথিভুক্ত করবেন অনলাইনে দেখুনঃ-

পরিযায়ী শ্রমিকদের জন্য যে পরিযায়ী পোর্টাল রয়েছে, সেখানে নাম নথিভুক্ত করলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে –

১) আপনি যে পশ্চিমবঙ্গের একজন পরিযায়ী শ্রমিক, সেই তথ্য সরকারের কাছে থাকবে।
২) আপনি কোথায় কবে কাজে গিয়েছিলেন ইত্যাদি তথ্য সেই পোর্টালে নথিভুক্ত থাকবে।
৩) পরিযায়ী শ্রমিকদের সরকারের তরফ থেকে দেওয়া সুযোগ সুবিধা গুলো সহজেই পেয়ে যাবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন