সন্তান আত্মবিশ্বাসী হবেই, শেখান কালামের এই ৮ শিক্ষা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। পিতামাতাদের জন্য সন্তান মানুষ করার টিপস দিয়ে গিয়েছেন।

kalam parenting tips 1

সন্তানদের জীবনে সফল হতে সাহায্য করতে পারেন আপনিই। খালি মাথায় রাখুন এই ৮ টিপস

Child inner20181222110744

সংবেদনশীল- সন্তানদের মধ্যে অন্যদের প্রতি সহানুভূতি ও মানবিকগুণের বিকাশ ঘটান। 

স্মৃতিশক্তি- বাচ্চাদের সামনে কখনও চেঁচামেচি করবেন না। সন্তান যা দেখে তাই শেখে। সব মনে রাখে। 

পরিবেশ- বাড়িতে সুখের পরিবেশ থাকলে সন্তান আত্মবিশ্বাসী হয়ে ওঠে। মন ভালো থাকে। 

মিথ্যা না- শিশুকে মিথ্যা প্রতিশ্রুতি বা কথা বলবেন না। সে-ও শেখে। মনোযোগে ব্যাঘাত ঘটে। 

তুলনা নয়- প্রতিটি বাচ্চা আলাদা। কারও সঙ্গে তুলনা করবেন না। এতে তার আত্মবিশ্বাসে আঘাত লাগে। 

মূল্যবোধ- মূল্যবোধ শেখান। বড়দের সম্মান করা, সত্য কথা বলা, ভালো ব্যবহার শেখান। 

পরিবার- বাচ্চাকে পরিবারের সঙ্গে রাখুন। তার চরিত্র নির্মাণ হবে। সে সবাইকে নিয়ে চলতে শিখবে। 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন