Bangla News Dunia, Pallab : যারা গ্রামের দিনমজুর, ক্ষুদ্র কৃষি কিংবা কোন অস্থায়ী কাজের উপর নির্ভর করে থাকেন, তাদের জন্য এবার বড়সড় সুখবর। রাজ্য সরকার এবার ফ্রি রেশন কার্ড (Free Ration Card) প্রকল্প নিয়ে আসলো। হ্যাঁ, এই কার্ড হাতে পেলেই মিলবে বিনামূল্যে চাল, গম সহ বিভিন্ন রেশনের পণ্য। আর যেগুলি অতীতে অমীমাংসিতভাবে খরচ হতো, তা এবার থাকবে শূন্য মূল্যে।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন
কেন এই ফ্রি রেশন কার্ড চালু হল?
কেন্দ্র সরকার প্রতি মাসে NFSA-এর আওতায় অধিকাংশ নাগরিককে তেল, চিনি, ডাল ইত্যাদি খাদ্য সামগ্রী সাশ্রয়ী মূল্যে দিয়ে থাকে। তবে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলি এখনো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আর এ কারণেই গ্রামীন দরিদ্রদের আর্থিক বোঝা কমাতে রাজ্য সরকার একধাপ এগিয়েছে এবং চালু করা হচ্ছে ফ্রি রেশন কার্ড।
কারা কারা পাবেন এই সুবিধা?
প্রথমত যারা দরিদ্র সীমার নীচে বসবাস করে, সেই সমস্ত গ্রামীণ পরিবার এই রেশন কার্ডের সুবিধা পাবে। এছাড়া NFSA-এর আগে থেকে অন্তর্ভুক্ত বিপিএল কার্ডধারীরাও এই প্রকল্পের সুবিধা পাবে। পাশাপাশি যারা কৃষি শ্রমিক, দিনমজুর বা ক্ষুদ্র স্বনির্ভর জীবিকা দিয়ে দিন চালায়, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে।
ফ্রি রেশন কার্ডের সুবিধা
প্রথমত ফ্রি রেশন কার্ডে প্রতি মাসে চাল, গম বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া অন্যান্য পণ্য যেমন ডাল, তেল, চিনি, সোয়াবিন ইত্যাদি থাকবে সরকারের দরে। এতে বাজার মূল্যের তুলনায় দুই-তিন গুণ টাকা সাশ্রয় হবে। এছাড়া এখানে দলিলপত্রের কোনরকম ঝামেলা নেই। কেবল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলেই হবে।