সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরি, কী কী মূল্যবান জিনিস খোয়া গেল? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইংলিশ চ্যানেল জয়ী পদ্মশ্রীপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরি। হিন্দমোটরের দেবাইপুকুর রোডে তাঁর আদি বাড়ি রয়েছে। স্বাধীনতা দিবসের দিন সেই বাড়িতেই চুরির খবর পাওয়া গিয়েছে।

ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় চুরির মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, আদি বাড়িতে থাকতেন না বুলা চৌধুরী ও তাঁর পরিবার। অধিকাংশ সময়েই সেটি ফাঁকা থাকত। মালিক না থাকার সুযোগ নিয়েই চোর হানা দিয়েছে বলে অনুমান। ঘটনাস্থল সরিজমিনে খতিয়ে দেখেছেন উত্তরপাড়া থানার IC  অমিতাভ সান্যাল।

কী কী জিনিস খোয়া গেল?
বুলা চৌধুরীর এই পৈতৃক বাড়ি মূলত দেখাশোনা করেন তাঁর ভাই মিলন। পুজোর আগে বাড়ি পরিষ্কার করানোর নির্দেশ ছিল তাঁর উপর। কিন্তু বাড়ি পরিষ্কারের জন্য গেট খুলে ভিতরে ঢুকতেই দেখেন এই কাণ্ড। পিছনের গেট ভাঙা ছিল। জানা গিয়েছে, বাড়ি থেকে খোয়া গিয়েছে, সাঁতারুর জেতা সমস্তক পদক, স্মারক। বাথরুমের কল, ঠাকুরঘরের আসবাবও নিয়ে পালিয়েছে চোর। তবে চোর নিতে পারেনি তাঁর পদ্মশ্রী পুরস্কার কারণ সেটি রয়েছে কলকাতার ফ্ল্যাটে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কলকাতা থেকে হিন্দমোটরের দিকে রওনা দেন বুলা চৌধুরী। সারাজীবনে পাওয়া সমস্ত মেডেল চোর নিয়ে গিয়েছে শুনে ভারাক্রান্ত সাঁতারু।

জানা গিয়েছে, এর আগে ৫-৬ বছর পূর্বে বুলা চৌধুরীর এই পৈতৃক বাড়িতে চুরি হয়েছিল একাধিক মূল্যবান জিনিসপত্র। কিন্তু সেবার পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছিল খোওয়া যাওয়া সমস্ত জিনিস। এই বাড়িতেই শুরু বুলা চৌধুরীর সাঁতারের কেরিয়ার। দেবাইপুকুরে প্রথম তাঁর সাঁতারে হাতেখড়ি।

এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বের বাড়িতে চুরির খবর রটে যেতেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে দেবাইপুকুর এলাকায়।

আরও পড়ুন:- মেদ কমানোর ইনজেকশনে চোখের মারাত্মক ক্ষতির আশঙ্কা, নতুন গবেষণায় চাঞ্চল্য

আরও পড়ুন:- রাস্তায় কুকুর কামড়ালে প্রথমেই কী করতে হয়? জানা থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন